বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ২০২৩- The most powerful country in the ২০২৪
The most powerful country in the world 2022

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ২০২২ - The most powerful country in the world 2022

তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ২০২২ সালেও ক্ষমতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের স্কোর হচ্ছে ৯৮ দশমিক ০৯। সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, নানা কারণে শক্তিক্ষয় হলেও ২০২২ সালেও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে থাকবে। সেই সঙ্গে চলচ্চিত্র, সংগীত, বই ও টিভি শোর কারণে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রভাবও কম নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই হচ্ছে চীন ও রাশিয়ার অবস্থান। দেশ দুটির স্কোর যথাক্রমে ৯৪ দশমিক ২৯ ও ৯৪ দশমিক ১১। এরপর ৯৩ দশমিক ৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে ভারত। এরপর যথাক্রমে আছে ফ্রান্স ও জার্মানি। সপ্তম স্থানে আছে জাপান, অষ্টমে আছে যুক্তরাজ্য। নবম স্থানে দক্ষিণ কোরিয়া আর দশম স্থানে আছে ইসরায়েল। আর তালিকার সবার শেষে আছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্র (United States)

শক্তিশালী দেশ গুলির তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতে মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করে 4,07,40,50,00,00,000 মার্কিন ডলার। এই দেশের Power Index হল 0.0453। যে দেশে এর পাওয়ার ইনডেক্স (Power Index) যত কম হবে সে দেশ তত শক্তিশালী ও সুরক্ষিত। এই দেশে 33,26,39,102 জয়ন বসবাস করেন। এবং এখানে জনশক্তি রয়েছে 14,63,61,205 জন। পরিষেবার (Service) জন্য রয়েছে 12,14,79,800 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট স্টেট সামরিক কর্মী রয়েছে 22,45,500 জন। যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী হলো 14,00,000 এবং রিজাভ কর্মী রয়েছেন 4,45,000 জন।

রাশিয়া(Russia)

বিশ্বের শক্তিশালী দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। প্রতিরক্ষা খাতে রাশিয়ান খরচ করে 42,12,90,00,000 মার্কিন ডলার। Power Index হল 0.0501। যেখানে ইউক্রেনের Power Index 0.3266। এর থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেন কতটা সামান্য। রাশিয়া সর্বশক্তিমান হওয়ার কারণে ইউক্রেনের উপর খুব সহজেই যুদ্ধে জয় লাভ করতে সক্ষম হবে তা বলাই বাহুল্য। রাশিয়ার মোট জনসংখ্যা 14,17,22, 205 জন যার মধ্যে পরিষেবা প্রদানের জন্য রয়েছে 4,65,27,400 জন এবং জনশক্তি হিসেবে রয়েছে 6,94,43,880 জন। রাশিয়াতে মোট সক্রিয় কর্মী রয়েছেন 35,69,000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 20,00,000 জন।

চীন (Chaina)

বিশ্বের শক্তিশালী দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমাদের অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশ চীন। সুরক্ষার খাতে চীন খরচ করেছে 81,78,20,00,00,000 মার্কিন ডলার। চীনের Power Index হল 0.0511। চীন হলো পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা বহুল দেশ। চীনের মোট জনসংখ্যা হল 1,39,40,15,977 জন। যার মধ্যে সক্রিয় কর্মী 2,18,5000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী 5,10,000 জন।

ভারত (India)

বিশ্বের শক্তিশালী দেশ গুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। আমাদের দেশ প্রতিরক্ষা খাতে খরচ করেছে 73,65,00,00,000 মার্কিন ডলার। ভারতের Power Index হল 0.0979। ভারতের মোট জনসংখ্যা 1,32,60,93,247 জন। যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী রয়েছেন 1,44,5000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 1,155,000 জন।

জাপান (Japan)

এই দেশের প্রতিরক্ষা বাজেট 51,70,00,00,000 মার্কিন ডলার।জাপানের Power Index 0.1195। জাপানের মোট জনসংখ্যা 12,55,07,472 জন। জাপানে মোট 2,50,000 সামরিক, 14,000 আধা সামরিক এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 55,000 জন।

দক্ষিণ কোরিয়া (South Korea)

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেট 48,00,00,00,000 মার্কিন ডলার। এই দেশের Power Index 0.1261। মোট জনসংখ্যা 5,18,35,110 জন। মোট 6,00,000 জন সামরিক, 3,10,000 জন আধাসামরিক ও রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 3,10,000 জন।

ফ্রান্স (France)

ফ্রান্স মোট প্রতিরক্ষা খাতে খরচ করে 74,70,00,00,000 মার্কিন ডলার। ফ্রান্সের Power Index 0.1283। দেশের মোট জনসংখ্যা 6,78,48,156 জন। দেশে 2,70,000 জন সক্রিয় 1,45,000 জন আধা সামরিক এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 35,000 জন।

যুক্তরাষ্ট্র (United Nation)

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে মোট খরচ 56,04,20,00,000 মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের Power Index 0.1382। দেশের সক্রিয় সামরিক কর্মী 1,95,000 ও রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 80,000 জন।

পাকিস্তান (Pakistan)

প্রতিরক্ষা খাতে পাকিস্তানের মোট খরচ 12,27,50,00,000 মার্কিন ডলার। পাকিস্তানের Power Index 0.1572। পাকিস্তানের মোট জনসংখ্যা 22,35,00,636 জন। পাকিস্তানে 6,54,000 সক্রিয় এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 5,50,000 জন।

ব্রাজিল (Brazil)

ব্রাজিল প্রতিরক্ষার জন্য খরচ করে 29,30,00,00,000 মার্কিন ডলার। ব্রাজিলের Power Index হল 0.1695। মোট জনসংখ্যা 21,17,15,973 জন ও ব্রাজিলে 3,34,500 জন সক্রিয় ও 13,40,000 রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন।

যৌন হয়রানির দায়ে ৪৮ কর্মীকে বহিষ্কার করেছে গুগল
সিম লাগাতেই শাওমি ফোন বিস্ফোরণ
হঠাতই বুড়ো হওয়ার হিড়িক!
ড্রোন কি? কিভাবে ড্রোন কাজ করে? - What is a drone? How do drones work?
বাংলাদেশের সামরিক শক্তি ২০২৪- Military power of Bangladesh 2024
বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি ২০২৩- Military power of Bangladesh and ২০২৪
মুসলিম সামরিক শক্তির তালিকা ২০২৩- List of Muslim Military ২০২৪
বিশ্বের সবচেয়ে শক্তিশালি ৫টি মুসলিম দেশ - 5 Most Powerful Muslim Countries in the World
পারমাণবিক বোমা শক্তিধর দেশের তালিকা ২০২৩ - List of countries with nuclear bomb ২০২৪
পারমাণবিক বোমা আবিষ্কারের ইতিহাস - History of the invention of atomic bomb