
বসুন্ধরা মার্কেট থেকে নতুন ফোনে কিনে সিমকার্ড লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হলো শাওমি স্মার্টফোন।সকালে রাজধানীতে এমন ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মোবাইলের ক্রেতা জাহাঙ্গীর কিরণ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেনঃ গতকাল রাতে বসুন্ধরা মার্কেট থেকে শাওমির একটা স্মার্ট ফোন কিনে আনলাম। সকালে সিম সেট করার জন্য মোবাইল খুলতেই হাতের মধ্যে ব্লাস্ট হয়ে গেল। আগুন আর ধোঁয়ায় মুহুর্তেই অন্ধকার হয়ে গেল পুরো ঘর। হাতে সামান্য একটু লাগলেও বড় ধরনের দূর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ।
সোমবার রাতে বসুন্ধরা সিটির নিচতলার শাওমির অফিশিয়াল শো-রুম থেকে রেডমি গো মডেলের একটি স্মার্টফোন কিনে বাসায় আনেন । বিক্রেতার পরামর্শ অনুযায়ী তা চার্জ দেন। সকালে স্মার্টফোনটিতে সিমকার্ড লাগানোর জন্য পেছনের কেসিং খুলতেই ব্যাটারিতে ধোঁয়া দেখতে পাই।
ধোঁয়া দেখে স্মার্টফোনটি নিচে রেখে দেই। তখনই এতে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। মুহূর্তেই ঘর ধোঁয়ায় ছেয়ে যায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।