১৫০ সিসি তেল সাশ্রয়ী মোটরসাইকেল ২০২৩ - 150 cc oil efficient motorcycle 2023
বর্তমানে মানুষ এখন অনেক সময় সচেতন হয়েছে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে । বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট দিন দিন আরও চাঙ্গা হচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতে আরও হবে। পূর্বে মানুষ ১৫০ সিসি কে প্রাধান্য কম দিতো এবং এর পেছনে বেশ কিছু কারণ ছিলো কিন্তু বর্তমান সময়ে বাজার পর্যালোচনা করলে দেখা যায় যে ১৫০ সিসির দিকে মানুষ বেশী যাচ্ছে। দাম কম, তেল সাশ্রয়ী এবং বিভিন্ন সুযোগ সুবিধার ফলে ১৫০ সিসি কিনতে বেশী আগ্রহী হচ্ছে। ১৫০ সি সি বাইকের ভিতরে কোন বাইকে তেল যায় সব থেকে কম,মানে কোন বাইকে কম তেলে বেশি পথ যাওয়া যায়।
পালসার ১৫০ সিসি।
টিভি এস এপাছি ১৫০ সিসি।
হিরো হানক ১৫০ সিসি।
সুজুকি জিক্সার ১৫০ সিসি।
ইয়ামাহা এফ জেড এস ১৫০ সিসি।
কিওয়ে ১৫০ সিসি।