এশার আগে তারাবিহ আদায় করা যাবে কি? - Taraweeh can be performed before Isha?
রমজানে তারাবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমজানের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
রমজানে প্রতিদিন ইশার ফরজ নামাজের পর তারাবিহ নামাজ আদায় করতে হয়। ইশার ফরজ নামাজ আদায়ের আগে তারাবিহ পড়লে তা তারাবিহ হিসেবে গণ্য হয় না। তাই কেউ যদি মসজিদে পৌঁছে দেখে ইশা শেষ হয়ে তারাবিহ শুরু হয়ে গেছে, তাহলে প্রথম ইশার ফরজ নামাজ আদায় করে তারপর তারাবিহ নামাজে শরিক হবে। ইশা আদায় না করে তারাবিহ নামাজে শরিক হওয়া যাবে না।
[মাজমূ ফাতাওয়াস্ শাইখ ইবনে বায (১২/১৮১)]
শাইখ আরও বলেন: “ সুন্নত পদ্ধতি হচ্ছে- রমজানে বা অন্য সময়ে এশার সুন্নত নামাযের পরে তাহাজ্জুদ এর সালাত আদায় করা, যেমনটিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এক্ষেত্রে তাহাজ্জুদ এর সালাত বাড়ীতে বা মসজিদে আদায়ে কোন পার্থক্য নেই।”
[মাজমূ‘ ফাতাওয়াআশ শাইখ ইবনে বায (১১/৩৬৮)]
আর আপনার তারাবীর যে সালাত ছুটে গেছে সে ব্যাপারে আপনারঅবকাশ রয়েছে। আপনি চাইলে তা আদায় করতে পারেন। আবার চাইলে তা ছেড়েও দিতেপারেন। তারাবীর নামায নফল ইবাদত। এর কাযা আদায় করা ওয়াজিব নয়, যেভাবে পাঁচ ওয়াক্ত নামাযের কাযা আদায় ওয়াজিব।