ফরজ গোসলের পর নতুন করে অজু করতে হবে কি? - Do you have to do ablution after the obligatory bath?
Obligatory ablution of bath

ফরজ গোসলের পর নতুন করে অজু করতে হবে কি? - Do you have to do ablution after the obligatory bath?

ইসলামে পবিত্রতা অর্জন অনেক বড় বিষয়। কারণ আল্লাহ নিজেই পবিত্র, বান্দার পবিত্রতাও তিনি পছন্দ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—‘তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা: ৬)

গোসল আরবী শব্দ। বাংলায়ও শব্দটি প্রচলিত। গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধৌত করা। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করা উচিত। কিছু কারণ ঘটলে গোসল ফরজ হয়ে যায়। কারণগুলো হলো,

১. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।

২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হওয়ার পর গোসল ফরজ হয়।

৩. নারীদের মাসিক বা নেফাসের বন্ধ হলে গোসল ফরজ হয়।

৪. কারো মৃত্যু হওয়ার পর তাকে গোসল করানো ফরজ হয়।

ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল হয় না।

কেউ যখন ফরজ গোসল করে, তখন গোসলের সাথে তার অজুও হয়ে যায়। অজুর সময় যে অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা ফরজ, গোসলের সময় সেগুলো ধৌত করা হয়। তাই গোসল করার পর নামাজের জন্য পৃথক অজু করার প্রয়োজন নেই।

আয়েশা (রা.) বলেছেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরজ গোসলের পর অজু করতেন না। (সুনানে ইবনে মাজা: ৫৭৯)

তথ্যসূত্র: জাগোনিউজ
জুমার নামাজ কত রাকাত - How many rakats is the Friday prayer?
জামাতের শেষ রাকাত পেলে বাকি নামাজ পড়ার নিয়ম কি? - What is the rule of praying the last rakat of the congregation?
হজ্জ বা ওমরার সময় পিরিয়ড হলে করণীয় কি - What to do if period occurs during Hajj or Umrah
গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের জন্য রোজা - Fasting for pregnant or lactating mothers
রোজা রেখে ইনসুলিন নেওয়ার নিয়ম - Rules for taking insulin while fasting
যে সব কারণে রোজা ভেঙে যায় - Fasting is broken due to all these reasons
এশার আগে তারাবিহ আদায় করা যাবে কি? - Taraweeh can be performed before Isha?
রোজা রাখতে না পারলে যা করণীয় - What to do if you can't fast
ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি? - If you forget to eat something, will the fast be broken?