চট্টগ্রামের বার আউলিয়ার নাম - Name of Bar Auliya of Chittagong
Name of Bar Auliya of Chittagong

চট্টগ্রামের বার আউলিয়ার নাম - Name of Bar Auliya of Chittagong

বারো আউলিয়া কথাটি বাংলাদেশের সর্বত্র বিশেষতঃ চট্টগ্রাম অঞ্চলে বহুল পরিচিত ও ব্যবহৃত। চট্টগ্রামের আরেক নাম “বারো আউলিয়ার দেশ”। বৃহত্তর চট্টগ্রামের দু’টি স্হানে বারো আউলিয়ার সমাধি দেখতে পাওয়া যায়। এর একটি হলো সীতাকুন্ড উপজেলার সোনাইছড়িতে আবস্হিত পীর বারো আউলিয়ার মাজার। প্রতি বছর ২২ শে মহররম এখানে অত্যন্ত জাঁক-জমকের সাথে বারো আউলিয়ার “উরস” উদযাপিত হয়ে থাকে। উরস উপলক্ষ্যে এখানে গরু-মহিষ-ছাগল প্রভৃতি জবেহ করা হয়ে থাকে। অনুষ্ঠিত হয় ইসলামী জলসা, খতমে কুরআন, মিলাদ-মাহফিল এবং সমাগত ভক্তবৃন্দের মধ্যে তবাররুক বিতরণ করা হয়।

চট্টগ্রাাম-হাটহাজারী সড়কের বালুছড়ায় ১৯৩৩ খ্রি. নির্মিত বারো আউলিয়া নামে একটি মসজিদ আছে।

অসংখ্য বুযুর্গ দিনের প্রচার ও প্রসারে চট্টগ্রাম এ এসেছেন। সাধারণত চট্টগ্রাম কে বারো আউলিয়ার দেশ বলা হয়। নিম্নে বার আউলিয়ার নাম উল্লেখ করা হল:-

০১. হযরত সুলতান বায়োজিদ বোস্তামী (রহ:).

০২. হযরত শাইখ ফরিদ (রহ:).

০৩. হযরত বদর শাহ (রহ:).

০৪. হযরত কাতাল শাহ (রহ:).

০৫. হযরত শাহ মোহসেন আউলিয়া (রহ:).

০৬. হযরত সাহপির (রহ:).

০৭. হযরত শাহ ওমর (রহ:).

০৮. হযরত শাহ বাদল (রহ:).

০৯. হযরত শাহচান্দ আউলিয়া (রহ:).

১০. হযরত শাহ জায়েদ (রহ:).

১১. হযরত শাহ আমানত (রহ:).

১২. হযরত শাহ মাস্তান (রহ:).

এ বছর হজ্জের জন্য নিবন্ধন করবেন যেভাবে - How to register for Hajj this year
মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের তালিকা - List of medieval Muslim scientists
ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া - Dua to sleep and dua to wake up
ইমামের অজু নষ্ট হয়ে গেলে কি করবে
জিনের আছর থেকে বাঁচার আমল
জানাযার নামাজের ফরজ ও সুন্নাত - Obligation and Sunnah of funeral prayer
নারী-পুরুষের ওমরার নিয়ম ও দোয়া - Umrah rules and prayers for men and women
জেনে নিন অতিপ্রচলিত কিছু কুসংস্কার
কাকে যাকাত দিবেন ?
ওযু নিয়ে সন্দেহ হলে কি করণীয় - What to do if in doubt about ablution