শিয়া ইসলামের ইমাম সমুহ - Imam group of Shia Islam
Imam group of Shia Islam

শিয়া ইসলামের ইমাম সমুহ - Imam group of Shia Islam

বারো ইমাম বা দ্বাদশ ইমাম হলেন শিয়া ইসলামের ইসনা আশারিয়া (আলবীয় ও আলেভি-সহ) শাখার বিশ্বাসমতে পয়গম্বর মুহম্মদের আধ্যাত্মিক ও রাজনৈতিক স্থলাভিষিক্তগণ। দ্বাদশী ধর্মতত্ত্ব অনুযায়ী বারো ইমাম হলেন অনুকরণীয় ব্যক্তিত্বগণ যাঁরা ন্যায়বিচারের সাথে মুসলিম সম্প্রদায়কে শাসনের পাশাপাশি শরীয়ত ও কুরআনের গূঢ়ার্থ সংরক্ষণ ও ব্যাখ্যা করতে সক্ষম। 

প্রথম ইমাম আমীরুল মু’মিনীন আলী (আ.)

পিতা: আবু তালিব বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম।

মাতা: ফাতিমা বিনতে আসাদ বিন হাশিম বিন আবদ মুনাফ।

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবুল হাসান ও হুসেন, আবু তুরাব

লাকাব (শিরোনাম): আল-ওয়াসি, আমির আল-মুমিনীন

জন্ম: তিনি ত্রিশ আম আল-ফিলে (হাতির বছর) কা'বাতে জন্মগ্রহণ করেন।

শাহাদাত: হিজরীর চল্লিশতম বছরের রমজান মাসে কুফায় আবদ আল-রহমান ইবনে মুলজাম নামে খোয়ারিজি কর্তৃক তিনি শহীদ হন এবং কুফার উপকণ্ঠে নাজাফে সমাহিত হন।

দ্বিতীয় ইমাম, আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব (আ.)

মাতা: ফাতিমা আজ-জাহরা (আ.), মহানবী (সা.)-এর কন্যা।

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু মুহাম্মদ

লাকাব (শিরোনাম): আল-সিবত আল-কবীর (বড় নাতি), আল-মুজতবা।

জন্ম : তিনি ৩ হিজরিতে রমজান মাসের মাঝামাঝি সময়ে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তিনি ৫০ হিজরিতে সাফারের ২৮ তারিখে ইন্তেকাল করেন এবং তাকে মদীনার বাকী কবরস্থানে দাফন করা হয়।

তৃতীয় ইমাম, আল-হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব (আ.)

মাতা: ফাতিমা আজ-জাহরা (আ.), মহানবী (সা.)-এর কন্যা।

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু আবদিল্লাহ।

লাকাব (শিরোনাম): আল সিবত, শহীদ আশ-সুহাদা ফি কারবালা।

জন্ম: তিনি ৪ হিজরিতে শাবান মাসে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত : ৬১ হিজরির মহররম মাসে তিনি তাঁর সঙ্গীদের সাথে ইয়াজিদের বাহিনী কর্তৃক শহীদ হন। তাঁর সমাধি ইরাকের একটি শহর কারবালায় রয়েছে।

চতুর্থ ইমাম, আলী ইবনুল হুসাইন (আ.)

মাতা: গজালা, শাহজানান

কুনিয়াত (পৃষ্ঠপোষক): আবু আল হাসান

লাকাব (শিরোনাম): জয়ন আল-আবিদিন, আল সাজ্জাদ

জন্ম : তিনি ৩৮ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তিনি ৯৪ বা ৯৫ হিজরিতে মদীনায় বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন এবং তাঁর চাচা হাসান (আ.)-এর কাছে বাকিতে সমাহিত হন।


পঞ্চম ইমাম, মুহাম্মদ ইবনে আলী (আ.)

মাতা: উম্মে আবদুল্লাহ, ইমাম হাসান (আ.)-এর কন্যা।

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু জাফর।

লাকাব (শিরোনাম): আল বাকির।

জন্ম: তিনি ৫৭ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তিনি ১১৪ হিজরিতে মদীনায় বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন এবং তাঁর পিতার কাছে বাকী নামক স্থানে তাকে সমাহিত করা হয়।

ষষ্ঠ ইমাম, জাফর ইবনে মুহাম্মদ (আ.)

মাতা: উম্মে ফারওয়া, কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকরের কন্যা।

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু আবদিল্লাহ।

লাকাব (শিরোনাম): আল-সাদিক।

জন্ম: তিনি ৮৩ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তিনি ১৪৮ হিজরিতে বিষ খেয়ে মৃত্যুবরণ করেন এবং তাকে তার পিতার কাছে বাকীতে সমাহিত করা হয়।

সপ্তম ইমাম, মুসা বিন জাফর (আ.)

মাতা: হামিদা

কুনিয়াত (পৃষ্ঠপোষক): আবু আল হাসান

লাকাব (শিরোনাম): আল-কাযিম

জন্ম : ১২৯ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: ১৮৩ হিজরিতে বাগদাদের হারুন আল-রশিদের কারাগারে তাকে বিষ প্রয়োগ করা হয়। তাকে ইরাকের কাজিমিয়ায় সমাহিত করা হয়।

অষ্টম ইমাম, আলী বিন মুসা (আ.)

মাতা: আল খাইজরান

কুনিয়াত (পৃষ্ঠপোষক): আবু আল হাসান

লাকাব (শিরোনাম): আল-রিদা'

জন্ম : ১৪৮ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তাকে ২০৩ হিজরিতে বিষ প্রয়োগ করা হয় এবং তাকে ইরানের খুরাসান জেলায় সমাহিত করা হয়।

নবম ইমাম, মুহাম্মদ বিন আলী (আ.)

মাতা: সকিনা

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু আবদিল্লাহ

লাকাব (শিরোনাম): আল জাওয়াদ

জন্ম: তিনি ১৯৫ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তিনি ২২০ হিজরিতে বাগদাদে বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন এবং ইরাকের কাজিমিয়ায় তাঁর পিতামহের কাছে সমাধিস্থ হন।


দশম ইমাম, আলী বিন মুহাম্মদ (আ.)

মাতা: সামানা আল-মাগরিবিয়া

কুনিয়াত (পৃষ্ঠপোষক): আবু আল-হাসান আল আসকারি

লাকাব (শিরোনাম): আল হাদী

জন্ম: তিনি ২১২ হিজরিতে মদীনায় জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তিনি ২৫৪ হিজরিতে ইরাকের সামারাহ (সারমানরা) নামক স্থানে বিষ প্রয়োগে মারা যান এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়।

একাদশ ইমাম, আল হাসান বিন আলী (আ.)

মাতা: উম্মুল ওয়ালাদ- সুসান।

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু মুহাম্মদ।

লাকাব (শিরোনাম): আল আসকারী।

জন্ম: তিনি ২৩২ হিজরিতে সামাররাহ নামক স্থানে জন্মগ্রহণ করেন।

শাহাদাত: তাকে ২৬০ হিজরিতে সামারাহতে বিষপ্রয়োগ করা হয় এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়।

এগারো ইমামের (আ.)-এর সব কবরই মুসলমানদের জিয়ারত করার স্থান। চার ইমামকে মদীনা আল-মুনাওয়ারার বাকীতে দাফন করা হয়েছে। যাইহোক, নবী (সাঃ) এবং তাঁর সাহাবীদের স্ত্রীদের সমাধির সাথে তাদের কবরগুলো কর্তৃপক্ষ ভেঙ্গে ফেলে।

দ্বাদশ ইমাম, আল হুজ্জাত মুহাম্মদ ইবনুল হাসান (আ.)

মাতা: উম্মুল ওয়ালাদ নারজিস ওরফে সাইকাল

কুনিয়াত (পৃষ্ঠপোষকতা): আবু আবদুল্লাহ, আবু আল-কাসিম

লাকাব (শিরোনাম): আল-কাইম, আল-মুনতাজার, আল-খালাফ, আল-মাহদী, সাহেব আল-জামান।

জন্ম: তিনি ২৫৫ হিজরিতে সামাররাহতে জন্মগ্রহণ করেন। তিনিই শেষ ইমাম (আ.) এবং তিনি জীবিত ও গুপ্ত।

প্রতিহিংসা ভালো নয়
শিশুকালীন যৌন হয়রানি রোধে গুরুত্বপূর্ণ উপদেশ
নারী ও শিশুর হজের নিয়ম - Hajj rules for women and children
দাড়ি রাখার উপকারিতা
হালাল ও হারাম, আল্লাহর নির্ধারিত সীমারেখা
মুহাম্মাদ (সা.)-এর সেরা কিছু উপদেশ
জিনের আছর থেকে বাঁচার আমল
বাংলাদেশের সুফিদের তালিকা - List of Sufis of Bangladesh
শিশু সন্তানকে বিপদমুক্ত রাখতে যে দোয়া পড়বেন - The prayer to read to keep the child safe
ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা-islamic birthday wishes