খ্রিষ্টান ধর্মযাজক ফাদার হিলারিয়া হেগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন - Christian priest Father Hilarion Heagy converted to Islam
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম মিডিয়ামের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন। ইসলাম ধর্ম গ্রহণের পরের অনুভূতির বর্ণনাও দিয়েছেন তিনি। নিজের এ সিদ্ধান্তকে তিনি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি যেন তার কাছে ‘নিজের বাড়িতে আসার’ মতো ঘটনা।
অর্থাৎ আবদুল লতিফের মাধ্যমে মানুষের রুহের জগতের কথা বোঝাতে চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন।
আয়াতটিতে বলা হয়েছে- ‘হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করিয়েছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন: আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল- নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি৷
এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, আমরা তো এ কথা জানতাম না।’ নিজের ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি আরও বলেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
হিলারিয়ন হেজি কে?
হিলারিয়ন হেগি হলেন একজন প্রাক্তন আমেরিকান যাজক এবং রাশিয়ান অর্থোডক্স সন্ন্যাসী যিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন। তিনি তার নাম পরিবর্তন করে সাইদ আব্দুল লতিফ রাখেন।
তিনি ২০০৩ সালে অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন কিন্তু ২০০৭ সালে প্রাচ্যের ক্যাথলিক চার্চে যোগদানের জন্য চলে যান। তিনি সম্প্রতি উইসকনসিনের সেন্ট নাজিয়ানজে পবিত্র পুনরুত্থান কনভেন্ট থেকে স্নাতক হওয়ার পর ক্যালিফোর্নিয়ায় একটি পূর্ব খ্রিস্টান মঠ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।