বুখারী শরীফের  ১০ টি বৈজ্ঞানিক হাদীস
মিজানুর রহমান আজহারী

সহীহ বুখারী শরীফের  ১০ টি  হাদীস যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্নঃ

১) জ্বর আসে জাহান্নামের তাপ থেকে!সুতরাং,জ্বর কে পানি দ্বারা প্রশমিত কর (সহীহ বুখারী,খন্ড: ৭:অধ্যায় ৭১:হাদিস ৬২১)

২) যদি কারো পানিতে মাছি পড়ে যায়,তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান কর!কারণ,মাছির এক ডানায় আছে রোগ,অন্য ডানায় আছে প্রতিকার (সহীহ বুখারী, 4:54:537)।

৩) নবীজি বলেন,কালোজিরা আস- সামস ব্যতিত সর্বরোগের ঔষধ! আয়েশা জিজ্ঞেস করেন,আস- সামস কি? নবীজি উত্তরে বলেন,মৃত্যু।(সহীহ বুখারী ৭:৭১:৫৯১)

৪) নবীজি বলেন যারা রোপ্যপাত্রে পানি পান করে,তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেটপুর্ণ করে।

(সহীহ বুখারী 7:69:538)

৫) জাহান্নামের আগুণ আল্লাহর কাছে অভিযোগ করল,"হে আমার প্রতিপালক, আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে!সুতরাং,তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেয়ার অনুমতি দিলেন,একটি শীতকালে (প্রশ্বাস), অন্যটি গ্রীষ্মকালে (নিঃশ্বাস)! এবং এটাই (গ্রীষ্মকলে) প্রখর গরম ও (শীতিকালে) তীব্র শীতের কারণ।

(সহীহ বুখারী 4:54:482)

৬) আল্লাহ হাচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন।(সহীহ বুখারী 8:73:242)

৭) ভাল স্বপ্ন আসে আল্লাহ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে!কেউ যদি দুঃস্বপ্ন দেখে তার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও বাম দিকে থুথু নিক্ষেপ করা,কারণ এতে দুঃস্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবেনা।(সহীহ বুখারী 9:87:115)

৮) এক লোক নবীজির কাছে এসে বলল,সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামায আদায় করতে পারেনি!!নবীজি বললেন:শয়তান তার কানে প্রস্রাব করে দিয়ে চলে গিয়েছে।(সহীহ বুখারী 2:21:245)

৯) তোমরা সুর্যদ্বয় ও সুর্যাস্তের সময় নামায আদায় করোনা,কারণ সুর্য শয়তানের মাথার দুইপ্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয়।

(সহীহ বুখারী ৪:৫৪:৪৯৪)

১০) যে ব্যক্তি প্রতি সকালে ৭ টি আজওয়া খেজুর খায়,তার ওপর বিষ ও জাদু কোন প্রভাব ফেলতে পারেনা। (সহীহ বুখারী ৭:৬৫:৩৫৬)

মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজ থেকে নেয়া

বাথরুমে অযু করা যাবে কি?
শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে মুক্তির উপায় - Ways to get rid of Satan's waswasa or bad advice
ইমামের অজু নষ্ট হয়ে গেলে কি করবে
হজ্ব কাদের উপর ফরজ - On whom is Hajj obligatory?
বিতর নামাজ পড়ার সঠিক নিয়ম - Correct rules for praying witr prayer
যে কারণে শুকরের মাংস ইসলামে নিষিদ্ধ
গোসল করার সময় উলঙ্গ হয়ে অযু করলে কি অযু হবে? - If you do ablution naked while taking a bath, will it be ablution?
জ্বর ও মাথাব্যাথায় যে দোয়া পড়বেন - Prayers for fever and headache
ঘূর্ণিঝড়ে যে দোয়া পড়বেন - The prayer that you read in the cyclone
হিজাব কি নারীর নিরাপত্তা দেয়? - Hijab gives women security?