
ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আল্লাহ তায়ালা বলেনঃ
‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। -সূরা বাকারা : ১১০
যাকাতযোগ্য সম্পত্তির বিবরণ, তার নিসাব বা সর্বনিমণ পরিমাণ ও যাকাত আদায়ের হারঃ
যাকাতযোগ্য সম্পত্তির বিবরণ | যাকাতের নিসাব | যাকাত পরিশোধের হার |
হাতে রক্ষিত অথবা ব্যাংকে নগদ গচ্ছিত অর্থ, শেয়ার সার্টিফিকেট, প্রাইজবন্ড ও সার্টিফিকেট সমূহ | ৫২.৫ তোলা রূপা বা তার সমপরিমাণ বাজার মূল্য। | মোট অর্থের শতকরা ২.৫% |
স্বর্ণ/রৌপ্য, মূল্যবান ধাতু ও স্বর্ণ বা রৌপ্যের অলংকার | ৭.৫ তোলা স্বর্ণ কিংবা ৫২.৫ তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ | আদায়কালীন বাজার মূল্য অনুযায়ী মোট অর্থের শতকরা ২.৫% |
বাণিজ্যিক সম্পদ ও শিল্পজাত ব্যবসায় প্রতিশ্রুত লভ্যাংশের ভিত্তিতে প্রদত্ত অর্থ | ৫২.৫ তোলা রূপার মূল্য | মূল্যের শতকরা ২.৫% |
উৎপাদিত কৃষিজাত ফসল | বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের উশর ১/১০ অংশ, সেচে উৎপাদিত জমিরফসলের ১/২০ অংশ অথবা শস্যের বাজার মূল্যের সমপরিমাণ প্রতি মৌসুমে আদায়যোগ্য। | |
পশু: ভেড়া বা ছাগল প্রভৃতি | ১ থেকে ৩৯টি | যাকাত প্রযোজ্য নয় |
৪০থেকে ১২০টি | ১টি ভেড়া/ছাগল | |
১২১ থেকে ২০০টি | ২টি ভেড়া/ছাগল | |
২০১ থেকে ৩০০টি | ৩টি ভেড়া/ছাগল | |
অতিরিক্ত প্রতি ১০০টির যাকাত | ১টি করে ভেড়া/ছাগল | |
গরু, মহিষ ও অন্যান্য গবাদি পশু | ১ থেকে ২৯টি পর্যন্ত | যাকাত প্রযোজ্য নয় |
৩০ থেকে ৩৯টি | এক বছর বয়সী ১টি বাছুর | |
৬০টি এবং ততোধিক | প্রতি ৩০টির জন্য ১ বছর বয়সী এবং প্রতি ৪০টির জন্য ২ বছর বয়সী বাছুর | |
ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন এবং ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি,নির্মিত বাড়ী প্রভৃতির বাজার মূল্যের হিসাব হবে | ৫২.৫ তোলা রূপার মূল্য | তবে বাজার মূল্যের ২.৫% |
প্রভিডেন্ট ফান্ডঃ সরকারী প্রতিষ্ঠানে বা যে সকল কর্পোরেশনে সরকারী নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হয়,উক্ত প্রভিডেন্ট ফান্ডের কর্তনকৃত টাকার উপর যাকাত ওয়াজিব হবে না। তবে এই টাকা গ্রহণ করার পর একবছর পূর্ণ হলে সম্পূর্ণ টাকার উপর যাকাত প্রদান করতে হবে | ৫২.৫ তোলা রূপার মূল্য | মূল্যের ২.৫% |