সমাজে প্রচলিত কিছু শিরক
মিজানুর রহমান আজহারী

সমাজে প্রচলিত কিছু শির্ক-মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজ থেকে নেয়া।

১। শরীরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক। [মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২] 

২। আল্লাহ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক। [আবু দাউদ:৩২৩৬(ইফা)] 

৩। কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক। [বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০] 

৪। মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক [সুর জীন: ২০, মুসলিম:১০৭৭, আবু দাউদ, মুত্তাফাকুন আলাই] 

৫। আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোন পীর-আওলিয়া কিংবা মাজারের নামে নামে মানত করা শিরক। তবে মানত না করাই উত্তম। [সহিহ বুখারি: অধ্যায় : তাকদির]

৬। কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি বলে এই রকম গায়েবি ডাকা শিরক। বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়। (সুরা বাকারাহঃ ১৫৬)

৭। আল্লাহর নামে সরাসরি কাউকে সম্মধন করা শিরকে পরিনত হতে পারে যেমন আব্দুর রহমান না বলে শুধু রহমান বলা বা আব্দুল খালিক না বলে শুধু খালিক বলা, আব্দুর রশিদ না বলে শুধু রশিদ বলা, আব্দুর রাকিব না বলে শুধু রাকিব বলা ইত্যাদি [সুরা আরাফ:১৮০, ইসরা: ১১০, হাশর]

 ৮। 'তোর  ভবিষ্যত অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে', এইধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক। [সুরা নমল: ৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯] 

 ৯। হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা শিরক (সুরা আনাম:১৭, ইউনুস:১০৭) 

 ১০। রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরিরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক। [তির্মিযি, আবু দাউদ ও হাকেম] 

১১। সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমংগল হয় এই ধারনা করা শিরক!। (আবু দাউদঃ৩৯১০) 

১২। যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক। যেমন: পতাকা, স্মৃতিসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি। [সুরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ:৪০৩৩] 

১৩। আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক। [সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ: ১১০, ইমরান:৬৪, ইবনে মাজাহ হা নং৫২০৪] 

১৪। আল্লাহ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক। [সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯] 

১৫।পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক, কারন শান্তিদাতা একমাত্র আল্লাহ। (সুরা হাশরঃ ২৩) 

১৬।আল্লাহর ছাড়া কোন পির-আওলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক। [সুরা ফাতিহা:৪, আশ শোআরা:২১৩, গাফির: ৬০, তিরিমিজি] 

১৭। কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক (বুখারি, আবু দাউদ:৩৯১০) 

১৮।সফলতা কিংবা মংগল লাভের জন্য এবং অমংগল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যাবহার করা শিরক।[সুরা আনাম:১৭, ইউনুস :১০৭]

পরকালের চিন্তা কেন করবেন?-Why worry about the afterlife?
গোসল করার সময় উলঙ্গ হয়ে অযু করলে কি অযু হবে? - If you do ablution naked while taking a bath, will it be ablution?
ওযু নিয়ে সন্দেহ হলে কি করণীয় - What to do if in doubt about ablution
রমজানের দোয়া ও আমল - Prayers and deeds of Ramadan
মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের তালিকা - List of medieval Muslim scientists
বিপদ থেকে রক্ষা পাওয়ার পর আমল - Actions after being saved from danger
ছারছিনা দরবার শরীফ - Charachina Darbar Sharif
জামায়াতে ইসলামীর ইতিহাস - History of Jamaat-e-Islami
শিয়া ইসলামের ইমাম সমুহ - Imam group of Shia Islam
প্রস্রাব-পায়খানার আদব ও শিষ্টাচার - Toilet etiquette and manners