
অসাধারণ কন্ঠের জন্য বিশ্বব্যাপী সমাদৃত সিনেড ও’কনার। ১৯৯০ সালে সারা বিশ্বে ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দিকেদিকে। ৫১ বছর বয়সী এই শিল্পী হঠাৎ-ই এবার ইসলাম ধর্ম গ্রহণ করে শিরোনাম হলেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর টুইট করে তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত এবং যেসকল মুসলিম ভাই ও বোনেরা আমার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
শুধু তাই নয়, টুইটারে প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন এই গায়িকা। যেখানে তাকে আযানকে সুরে সুরে গাইতে দেখা যায়।
এদিকে গত বৃহস্পতিবার আইরিশ ইমাম শায়খ ড. উমর আল-কাদেরি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে এই ইমামের সাথে এই গায়িকাকেও কলিমা শাহাদাৎ আওড়াতে দেখা যায়।
তবে নাম পরিবর্তন বা ধর্মীয় বিষয় নিয়ে উচ্চবাক্য করা সিনেডের এবারই প্রথম নয়। গত বছরও তিনি নিজের নাম পরিবর্তন করেছিলেন।
আপনার মতামত লিখুন