মধ্যরাতের পর ইশার নামাজ আদায়ের বিধান-Provision of Isha prayer after midnight
কোনো বিশেষ অসুবিধা ছাড়া মধ্যরাতের পর ইশার নামাজ আদায় করা মাকরুহ। ইশার নামাজ রাতের প্রথম এক তৃতীয়াংশের মধ্যে আদায় করে নেওয়া উত্তম। প্রথম এক তৃতীয়াংশের মধ্যে পড়তে না পারলেও মধ্যরাতের আগে পড়ে নিলে তা মাকরুহ হবে না। মধ্যরাতের পর পর্যন্ত দেরি করা ঠিক নয়।
আমাদের দেশে কখনো রাত এগারোটা, কখনো সাড়ে এগারোটার আগেই মধ্যরাত অতিবাহিত হয়ে যায়। এই সময়ের আগেই ইশার নামাজ আদায় করে নেওয়া উচিত।
পশ্চিম আকাশের লাল আভা দূর হওয়ার পর আকাশ প্রান্তে যে সাদা আভা চোখে পড়ে তা বিলুপ্ত হওয়ার পর ইশার নামাজের সময় শুরু হয়। সুবহে সাদিকের আগ পর্যন্ত ইশার নামাজের সময় বাকি থাকে।
যদি কোনো ওজরের কারণে দেরি হয়ে যায়, তাহলে রাত ১২টার পর এশার সালাত আদায় করা যাবে। একেবারে সুবহে সাদিক পর্যন্ত এটি জায়েজ রয়েছে।