উত্তর (১) টি
tahera-nusrat >
২০ আগস্ট ২০২৩
উত্তরঃ সাধারণত ৬০০ থেকে ১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত (কম এলাকা জুড়ে অবস্থিত) শিলাস্তূপ পাহাড় নামে পরিচিত আর “সমুদ্র সমতল হতে অতিউচ্চে অবস্থিত খাড়াঢাল বিশিষ্ঠ্য শিলাস্তুপকে বলা হয় পর্বত” সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবস্তৃত (বড় এলাকা জুড়ে অবস্থিত) ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত নামে পরিচিত।