এলে একক নির্বাচন যাবে জাপা : এরশাদ

বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি (জাপা) একক নির্বাচনে যাবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ।

আজ রোববার সকালে কুড়িগ্রাম সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


এরশাদ বলেন, ‌‘বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি একক নির্বাচনে যাবে। আর যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে জাতীয় পার্টি।’

এ সময় আওয়ামী সরকারের আমলে কোনো আন্দোলন দানা বাঁধতে পারবে না বলেও মন্তব্য করেন জাপার চেয়ারম্যান।


পরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় জেলার চিলমারী উপজেলায় আলোচনা সভা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, কুড়িগ্রাম-১ আসনের এমপি মো. মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের এমপি ডা. আক্কাস আলী সরকার, মেজর সালাম (অব:), চৌধুরী শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এই নির্বাচনে নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ
বরিশাল বিএনপি কার্যালয়ে তালা
ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন ড. কামাল হোসেন
জামায়াত হারিয়ে যায়নি, পরিস্থিতি বুঝে এগোচ্ছে
বিএপিতে খালেদা-তারেকের দূরত্ব্ বেড়েছে
যারা সরকারকে নির্বাচিত করেছে তারাই টিকিয়ে রেখেছে
সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে
তিন মাসের মধ্যে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন আতিক
আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তালিকা - List Of President And General Secretary Of Awami League
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বই - Books of Islamic Movement Bangladesh