দীর্ঘ ১০ বছর পর ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দীর্ঘ ১০ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদল মাঠে নেমেছে। দুর্বল নেতৃত্ব ও হামলা মামলার সংকট কাটিয়ে উঠে মঙ্গলবার ঝিনাইদহ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে দলটির জেলা শাখার নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মঙ্গলবার সকালে শহরের কলাবাগান মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হোসেন শহীদ সরোওয়ার্দী সড়ক ঘুরে আজাদ রেষ্ট হাউজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলু, বাবলুর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, ইবি ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ, সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, ছাত্রদল নেতা সাজেদুর রহমান বাবু, শাহরিয়ার রাসেল সহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবী জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগানদেন তারা। জেলা বিএনপির আহবায়ক কিমিটির সদস্য সচিব এড এম এ মজিদ জানান, ১০ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদল রাজপথে মিছিল করলো। তিনি বলেন আমাদের নির্দেশেই ঝিনাইদহ ছাত্রদলের নেতাকর্মীরা ন্যায় সঙ্গত দাবী ও ঢাবি ছাত্রদলের উপর হমলার প্রতিবাদে মিছিল করে।

ঝিনাইদহে থামছে না ধর্ষণ, গত মাসে ৯ নারীসহ ১২ নারী ধর্ষণের শিকার

ঝিনাইদহে গত ৯ মাসে ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় একটি, মহেশপুর উপজেলায় একটি, কোটচাঁদপুর উপজেলায় একটি ও কালীগঞ্জ উপজেলায় ৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ধর্ষণের সাথে জড়িতরা আটক হলেও পরে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসছে। দিন দিন ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় জেলাবাসী হতাশা প্রকাশ করেছেন। পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা গেছে, গত ১৯ জানুয়ারি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ৯ম শ্রেনীর ছাত্রীকে খেজুর বাগানে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের গোলাম নবী মোল্লার ছেলে জুয়েল রানা। ৬ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে বাক প্রতিবন্ধি (১৪) ধর্ষণের স্বীকার হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ। এরপর ১৬ মার্চ দুই বন্ধুর সহায়তায় উপজেলা মধুপুর গ্রামের মেহগনি মাঠে ১৬ বছরের এক কিশোরীকে আশিকুর রহমান নামে এক যুবক জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা করেন। গত ২৩ এপ্রিল কালীগঞ্জ উপজেলায় শহরের প্লাস্টিক কারখানা থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুলাল মুন্দিয়া গ্রামে পৌঁছালে একই গ্রামের মাহাবুর রহমান তাকে পান বরজে নিয়ে ধর্ষণ করে। ২৯ এপ্রিল ভিকটিম নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ১১ মে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ করেন ভিকটিমের পিতা। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করে। এ বছরের গত ১০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের পেতিœপাড়া গ্রামের দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের পর হাত-পা ও মুখ বেঁধে মাঠের ড্রেনের মধ্যে ফেলে রাখা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষক আলামিনের নাম উল্লেখ করে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৫ মে মহেশপুর উপজেলার কুল্লাহ গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। গত ১২ আগস্ট ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় সপ্তম শ্রেনীর এক ছাত্রী (১৪) গনধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। ২০ আগস্ট উপজেলার আড়পাড়া গ্রামে ৩ বছরের শিশুকে মোবাইলে গেমস খেলানোর প্রলোভোনে যৌন নির্যাতনের অভিযোগে আবদুল কাদের জিলানী নামে এক যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। গত ২০ আগস্ট বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৫ আগস্ট ৫ বছরের শিশুকে ফুসলিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে আনসার আলী সর্দার নামে ৫০ বছরের বৃদ্ধ এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মাসের ৯ তারিখে উপজেলার একতারপুর গ্রামে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন একই গ্রামের মশিয়ার রহমান। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে একটি মামলা করেছেন। সর্বশেষ চলতি সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস বলেন, এ পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সকলকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রিপোর্ট প্রদান করছি। এ ছাড়া ধর্ষণ ও শিশু নির্যাতনের বিষয়টা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ভাবে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

এলে একক নির্বাচন যাবে জাপা : এরশাদ
একক নির্বাচনে যাবে জাপা : এরশাদ
এই নির্বাচনে নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ
বরিশাল বিএনপি কার্যালয়ে তালা
ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল
ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপ শুরুঃ কি হচ্ছে ?
সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে
তিন মাসের মধ্যে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন আতিক
আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তালিকা - List Of President And General Secretary Of Awami League
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বই - Books of Islamic Movement Bangladesh