হাইলাইটার ব্যবহারের নিয়ম - Rules for using highlighters
ত্বকে শুধু বেইস মেইকআপ দিলেই চেহারায় নিখুঁত সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব হয় না। হাইলাইটার পাউডার এবং লিকুইড দুই ফর্মেটেই পাওয়া যায়। হাইলাইটার মুখে সতেজ ভাব নিয়ে আসে, আপনাকে তাই জানতে হবে কোন কোন স্থানগুলো আপনি হাইলাইট করবেন।
হাইলাইটার ব্যবহারের নিয়ম
♦ ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বকে প্রাইমার লাগিয়ে নিন।
ফাউন্ডেশন লাগানোর পরে গালে ব্রাশ এবং প্রয়োজনে ব্রোঞ্জার ব্যবহার করুন।
♦ গালের হাড়ের ওপর থেকে গালের মাঝ বরাবর সামান্য পরিমাণ হাইলাইটার লাগান; এতে চেহারায় একটা তীক্ষèভাব আসবে।
♦ এবার হাইলাইটার ভালোভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। তাহলে আর দেখতে রেখার মতো লাগবে না।
লিকুইড হাইলাইটার ব্যবহার
লিকুইড হাইলাইটার তিনভাবে ব্যবহার করা যায়-
১. ফাউন্ডেশন বা ময়েশ্চারাইজারের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন।
২. ফাউন্ডেশন লাগানোর আগে মুখে লিকুইড হাইলাইটার লাগান। তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন।
৩. মেকআপের শেষে হালকা করে মুখে হাই পয়েন্টসগুলোতে এই লিকুইড হাইলাইটার লাগাতে পারেন।
পাউডার হাইলাইটার ব্যবহার
এটাও দুভাবে ব্যবহার করা যায়। এক, মুখের হাই পয়েন্টসগুলোতে ব্রাশের সাহায্যে এই হাইলাইটার লাগান। তাছাড়া, গালের দু’পাশে লিকুইড হাইলাইটার দেওয়ার পর তার উপর পাউডার হাইলাইটার দিয়ে দিন। এতে করে হাইলাইটার আরো বেশি হাইলাইট করবে এবং লং লাস্টিং হবে।
ক্রিম হাইলাইটার ব্যবহার
কিনতে পারেন ক্রিম হাইলাইটার। এটা ব্যবহারের জন্য হাতের আঙুলে বা ব্রাশের সাহায্যে প্রথমে ব্লেন্ড করে নিন। তারপর ক্রিমটি সেট করার জন্য এর উপর পাউডার হাইলাইটার ব্যবহার করে নিন। এছাড়া ক্রিম হাইলাইটার কিনতেও পাওয়া যায়।
কোথায়-কীভাবে ব্যবহার করবেন?
সঠিকভাবে হাইলাইটার ব্যবহার করা হলে তা খুব সুন্দরভাবে আলোর প্রতিফলন করে।
ফলে চেহারায় উজ্জ্বলভাব আসে। জেনে নিন কোথায় এবং কীভাবে ব্যবহার করলে হাইলাইটার মানানসই দেখাবে।
♦ ভ্রুর হাড়ের সামান্য নিচে, চোখের ওপরের পাতার ভাঁজে হাইলাইটার খুব ভালো কাজ করে। এতে চোখ বড় আর উজ্জ্বল দেখায়। ভ্রুর আর্চের নিচ থেকে বাইরের দিকে ব্লেন্ড করতে শুরু করুন, ভ্রুর শেষ পর্যন্ত টেনে নিন।
♦ চিকবোন বা গালের হাড়ের ওপরে হাইলাইটার বেশ মানায়। এতে ঠোঁট ভরাট দেখা যায়। কানের মাঝামাঝি জায়গা থেকে ঠোঁটের ধার পর্যন্ত অদৃশ্য লাইন টেনে হাইলাইটার দিন। এবার এই রেখার ওপরে আর চোখের বাইরের দিকের কোনের ঠিক নিচে হাইলাইটারের প্রলেপ দিন। বাইরের দিকে আপওয়ার্ড স্ট্রোকে ব্লেন্ড করবে। হালকাভাবে হাইলাইটার লাগাতে ফ্যানব্রাশও ব্যবহার করতে পারেন।
♦ নাকের ওপরের অংশে লম্বাভাবে হাইলাইটার ব্যবহার করতে পারেন। তবে তা নিয়মিত ব্যবহারের জন্য নয়। নাকের ওপর সরু করে হাইলাইটারের রেখা টেনে ব্লেন্ড করে নিন। ম্যাট ফিনিশ চাইলে ত্বকের রঙের চেয়ে দু-তিন শেড হালকা রঙের কনসিলার নিয়ে নাকের ব্রিজ বরাবর ভালো করে ব্লেন্ড করে দিন। অনুষ্ঠানে যাওয়ার আগে এভাবে হাইলাইটার ব্যবহার করা যেতে পারে।
♦ চোখের ওপরের পাতা বড় দেখাতে হাইলাইটার ভালো কাজ করে। এ ছাড়া ভালো ঘুম না হলে চোখ ক্লান্ত দেখায়। ক্লান্তি কাটাতে চোখের ভিতরদিকের কোনায় সামান্য হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। বাড়তি চমক আনতে চোখের পাতার ঠিক মাঝখানে হাইলাইটার লাগিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। চোখ উজ্জ্বল দেখাবে।
♦ কপালের ঠিক মাঝখানে সামান্য হাইলাইটারের ছোঁয়া ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের রঙের চেয়ে দুই শেড হালকা রঙের কনসিলার দিয়েও কপাল হাইলাইট করে নিতে পারেন।
♦ ভ্রুর নিচে, চোখের কোনে এমনকি কাজলরেখাতেও প্রচুর জরি মাখা হাইলাইটারের ছোঁয়া দিতে পারেন। ইউরোপ ও প্যারিসের ফ্যাশন শো-গুলোয় দেখা গেছে এর প্রভাব।
কেমন হাইলাইটার কিনবেন
বিভিন্ন রকমের হাইলাইটার রয়েছে, যেমন – ক্রিম, লিকুইড এবং পাউডার হাইলাইটার। এমন একটি হাইলাইটার বাছাই করুন যা আপনার ত্বকের সাথে মানানসই এবং যা আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট দেবে। যেমন – যদি আপনি চেহারায় চকচকে ভাব আনতে চান সেক্ষেত্রে ক্রিম বা লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। আর যদি হালকা উজ্জ্বল আভা আনতে চান তাহলে পাউডার হাইলাইটার ব্যবহার করুন। এছাড়াও ত্বকের ধরন অনুযায়ী হাইলাইটার কিনুন। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য পাউডার হাইলাইটার ব্যবহার করাই উত্তম। কারণ তৈলাক্ত ত্বকে ক্রিম হাইলাইটার ব্যবহারে ত্বক আরও বেশি তৈলাক্ত দেখায়। আর যাদের ত্বক শুষ্ক তারা ক্রিম হাইলাইটার ব্যবহার করুন। বিভিন্ন কালারের হাইলাইটার রয়েছে, যেমন – হালকা গোলাপি, গোল্ডেন এবং সিলভার কালারের শিমারি হাইলাইটার। আপনার পছন্দ অনুযায়ী কালার নির্বাচন করতে পারেন। তবে সাধারণত ফর্সা ত্বকে গোলাপি বা পিংক টোনড হাইলাইটার বেশি মানায় এবং মিডিয়াম স্কিন টোনে গোল্ডেন কালার হাইলাইটার খুব ভালো মত যায়।
কিছু হাইলাইটারের নাম
*MUA Undress Your Skin Highlighting Powder:
এটি পিংক টোনড হাইলাইটার এবং খুব পিগমেনটেড। আপনি যদি কম বাজেটের মধ্যে কিনতে চান তবে MUA ব্র্যান্ডের এই হাইলাইটার হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। এর দাম হচ্ছে ৩ পাউন্ড। দেশে পাবেন না। অনলাইন অর্ডার করতে হবে।
*The Balm Mary Lou Manizer:
এই হাইলাইটারটি গোল্ড টোনড এবং হালকা শিমারি। তবে মুখে দিলে গ্লিটার ততটা চোখে পড়ে না। অনেকেই আছেন বেশি গ্লিটারি হাইলাইটার পছন্দ করেন না, তারা এই হাইলাইটার ট্রাই করে দেখতে পারেন। এটি মুখে ন্যাচারাল গ্লো দেয়। এর দাম পড়বে ২৪ ডলার। অনলাইন অর্ডার করতে হবে।
*MAC Mineralised Skin Finish in Soft & Gentle:
Benefit High Beam:
এটিও কিছুটা পিংক টোনড। বেনেফিট ব্র্যান্ডের এই লিকুইড হাইলাইটারটি খুব জনপ্রিয়। এটি চেহারায় হালকা গোলাপি আভা নিয়ে আসে। দাম হচ্ছে ২৬ ডলার। অনলাইন অর্ডার করতে হবে। তবে যারা দেশে পাওয়া যায় এমন হাইলাইটার কিনতে চান তারা Almas, Agora এই টাইপের সুপার শপ গুলোতে দেখতে পারেন। কেনার আগে আসল না নকল সেটা ভালো মতো যাচাই করে নেবেন। তবে কসমেটিকস বা স্কিন কেয়ার প্রোডাক্ট যতটা সম্ভব বাইরে থেকে আনানোই ভালো।
জেনে রাখুন :
সাধারণত তৈলাক্ত ত্বকে পাউডার সম্মৃদ্ধ ও শুষ্ক ত্বকে লিক্যুইড হাইলাইটার ব্যবহার করা উচিত।
তথ্যসূত্র: facebook.com