তৈলাক্ত ত্বকের জন্য ভালো ফাউন্ডেশন - Good foundation for oily skin
14 Best Foundations for Oily Skin of 2023

তৈলাক্ত ত্বকের জন্য ভালো ফাউন্ডেশন - Good foundation for oily skin

মুখে মেকআপ করতে হলে ফাউন্ডেশন দিতেই হয়। কারণ, ফাউন্ডেশন দেওয়ার ফলে মেকআপের বেইজটা ভালোভাবে সেট হয়। কিন্তু আমরা অনেকেই ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করি না। এর ফলে ফাউন্ডেশন ব্যবহারের পর মেকআপ মুখের ওপর ভেসে থাকে, ত্বক তেলতেলে হয়ে যায়। ফাউন্ডেশন ব্যবহারের পরেও ত্বকের তৈলাক্ততা দেখা দিতে শুরু করে। এ সমস্যা কাটাতে তৈলাক্ত ত্বকের জন্য আলাদা ফাউন্ডেশন ব্যবহার করা প্রয়োজন। জেনে নিন তৈলাক্ত ত্বকের সাথে পয়ারফেক্টলি ম্যাচ করার মতো ফাউন্ডেশনের নাম।

১.নার্স অল ডে লুমিনাস ওয়েটলেস ফাউন্ডেশন (NARS All Day Luminous Weightless Foundation)

বিশ্বের বহু বিউটি গুরুর প্রিয় ফাউন্ডেশনের তালিকায় রয়েছে নার্সের এই ফাউন্ডেশনটি। এমনকি ফ্যানবেসের রিভিউ থেকেও দেখা গেছে যে, পারফেক্ট ফিনিশ ও লম্বা সময়ের জন্য এই ফাউন্ডেশনটি সবচেয়ে ভালো স্যুট করে তৈলাক্ত ত্বকে।

পুরো মুখে ভালোভাবে কভার করার পাশাপাশি ন্যাচারাল লুক তৈরির জন্য নার্সের অল ডে বেছে নেওয়া হবে চমৎকার। এছাড়া ফ্র্যাগ্রেন্স-ফ্রি-ফর্মুলা অর্থাৎ ফাউন্ডেশনে কোন সুবাস না থাকার জন্যেও এর জনপ্রিয়তা রয়েছে আলাদা।

২.টু ফেসড বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন (TooFaced Born this way Foundation)

ত্বকের দাগকে নিখুঁতভাবে ঢেকে ফেলতে এবং ন্যাচারাল ফ্ল লেস লুক তৈরি করতে টু ফেসডের ফাউন্ডেশন সবসময়ই প্রথম দিকে থাকবে। এমনকি তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও ন্যাচারাল ফিনিশ, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে এই ফাউন্ডেশন। খুব সহজেই ব্লেন্ড হয়ে যাওয়া টু ফেসডের ফাউন্ডেশনটি বেশ লম্বা সময় ত্বকে থেকে যায়। এই ফাউন্ডেশনটাও তৈরি করা হয়েছে ফ্র্যাগ্রেন্স-ফ্রি-ফর্মুলাতে।

৩.ক্যাটভন ডি লক-ইট ট্যাটু ফাউন্ডেশন (Kat Von D Lock-It Tattoo Foundation)

ন্যাচারাল পলিমার এবং দারুণ পিগমেন্টেশন ফর্মুলাতে তৈরি ক্যাটভন ফাউন্ডেশন ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেওয়া, ভেলভেট ম্যাট ফিনিশ ও ফ্ললেস স্কিন লুকের প্রতিশ্রুতি দেয়। যা তৈলাক্ত ত্বকের জন্য একদম পারফেক্ট।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই ফাউন্ডেশন ব্যবহারের পর কনসিলার ব্যবহারের কোন প্রয়োজন হয় না। ট্রান্সফার-প্রুফ, ক্রিসিং-ফ্রি ফ্র্যাগ্রেন্স-ফ্রি-ফর্মুলায় তৈরি এই ফাউন্ডেশনটি শুধু তৈলাক্ত ত্বকের জন্য নয়, সকল ধরনের ত্বকের সাথেই ম্যাচ করে যায়।

৪.ক্লিনিক স্টে ম্যাট অয়েল ফ্রি মেকআপ (Clinique Stay-Matte Oil-Free Makeup)

সবচেয়ে লাইটওয়েট এবং ফ্র্যাগ্রেন্স-ফ্রি-ফর্মুলায় তৈরি ফাউন্ডেশন হল এটা। বিশেষ করে সারাদিনে ত্বকের তৈলাক্ততাকে দূরে রেখে চমৎকার কভারেজ পেতে ক্লিনিকের ফাউন্ডেশনকে বেছে নিতে হবে। শুধু তৈলাক্ত ত্বক নয়, স্পর্শকাতর ত্বকের জন্যেও একইভাবে কাজ করে এই ফাউন্ডেশন।

৫.রিম্মেল লাস্টিং ফিনিশিং ফাউন্ডেশন (Rimmel Lasting Finish Foundation)

তৈলাক্ত ত্বকের জন্য রিম্মেল লাস্টিং ফিনিশিং ফাউন্ডেশনটি খুবই উপকারী। ২৪ ঘণ্টা পর্যন্ত এটি ত্বকের(skin) ম্যাট লুক ধরে রাখে। ৭টি শেডের এই ফাউন্ডেশনটি ট্রান্সফারপ্রুফ হওয়ায় দীর্ঘসময় পর্যন্ত নিখুঁত স্কীন টোন দেয়।

৬.ব্যারেমিনারেলস ম্যাট এসপিএফ১৫ ফাউন্ডেশন (Bareminerals Matte SPF15 Foundation)

লিক্যুইড ফাউন্ডেশনের চেয়ে পাউডার ফাউন্ডেশন তৈলাক্ত ত্বকের(Oily skin) জন্য বেশী কার্যকরী। ব্যারেমিনারেলস এর পাউডার ফাউন্ডেশনের ক্রিমি টেক্সচার ত্বকের সম্পূণ তেল শুষে না নিয়ে হালকা একটু তেলতেল ভাব রেখে দেয়। এতে ত্বক খুব বেশী ড্রাই ও দেখায় না আবার তেলে চিটচিটেও করে না। ব্যারেমিনারেলসের ২০টি শেডের ফাউন্ডেশন(Foundation) বাজারে পাওয়া যায়।

৭.ববি ব্রাউন লং ওয়্যার ইভেন ফিনিশ কম্প্যাক্ট ফাউন্ডেশন (Bobbi Brown Long-Wear Even Finish Compact Foundation)

বিশ্ব বিখ্যাত মেকআপ(Makeup) ব্র্যান্ড ববি ব্রাউনের লং ওয়্যার ইভেন ফিনিশ ফাউন্ডেশনটি ত্বকে ঝরঝরে লুক দেয়। আবার খুব বেশী ড্রাইও করে না ত্বককে। এর এসপিএফ সূর্য এর ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে থাকে। ১০টি নেচারাল শেডের ফাউন্ডেশন(Foundation) বাজারে পাওয়া যায়।

৮.লরা মার্চিয়ার অয়েল ফ্রি ফাউন্ডেশন (Laura Mercier Oil-Free Foundation)

আপনি যদি লিক্যুইড ফাউন্ডেশনে অভ্যস্ত হয়ে থাকেন তবে এই ফাউন্ডেশনটি(Foundation) আপনার জন্য পারফেক্ট। এটি অয়েল ফ্রি হওয়ায় খুব সহজ়ে ত্বকের বাড়তি তেল শুষে নেয়। ত্বককে আরও পলিস এবং স্মুথ করে তোলে।

৯.রেভলন কালার স্টে মেকআপ ফর অয়েলি স্কীন (Revlon ColorStay Makeup for Oily/Combination Skin)

সারাদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন? অথবা মেকআপে থাকতে হবে লম্বা সময়? তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন রেভলনের কালার স্টে ফাউন্ডেশনটি(Foundation)। তৈলাক্ত ত্বকের প্রধান সমস্যা হল কিছুক্ষণ পর মুখ তেলতেল হয়ে যাওয়া। রেভলনের সফটফ্লেক্স টেকনোলজি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে মুখ আনে ন্যাচারাল একটা লুক। এসপিএফ ৬ সমৃদ্ধ ২০ টি শেডে রেভলন ফাউন্ডেশন বাজারে পাওয়া যায়।

১০.স্ম্যাশ বক্স ফটো ফিনিস ফাউন্ডেশন প্রাইমার (Smash box Photo Finish Foundation Primer)

ভিটামিন এ, ই, গ্রিন টি এবং আঙ্গুরের নির্যাস দিয়ে তৈরি স্ম্যাশ বক্স ফটো ফিনিস প্রাইমার। এটি অনেক হালকা হওয়ায় অল্প সময়ে ত্বকের সাথে মিশে যেয়ে একটি নিখুঁত ঝরঝরে অনুভব দেয়। এটি ফাউন্ডেশনের মত কাজ করে থাকে। ফলে ফাউন্ডেশন ব্যবহার না করলেও হয়।

১১.ম্যারি কে ফাউন্ডেশন প্রাইমার (Mary Kay Foundation Primer)

এসপিএফ ১৫ সমৃদ্ধ এই প্রাইমারটি ত্বকের সাথে মিশে মেকআপ অনেকক্ষণ ধরে রাখে। এর সাথে ত্বকে একটি তরতাজা ভাব নেয়ে দেয়। এবং ভেতর থেকে একটি সোনালী আভা এনে দেয়।

১২.ক্লিনিক প্রো মিনিমাইজার ইন্সট্যান্ট পারফেক্টর (Clinique – Pore Minimizer Instant Perfector)

যাদের মুখে দাগ বেশী তাদের জন্য ক্লিনিক প্রো প্রাইমার একদম পারেফক্ট। ত্বকের নিষ্প্রভতা দূর করে মুখে নিয়ে আসে আলদা একটা গ্লো। এটি অ্যান্টি এজিং হিসাবে কাজ না করলেও ত্বকের বলিরেখা কিছুক্ষণের জন্য দূর করে থাকে।

১৩.মেকআপ ফর এভার এইচডি- হাই ডেফিনিশন প্রাইমার (Make Up For Ever HD – High Definition primer)

বাজারের সাধারণ প্রাইমার যদি আপনার ত্বকে মানিয়ে না যায় তবে আপনার প্রয়োজন হাই ডেফিনিশন প্রাইমার। মেকআপ ফর এভার এইচ প্রাইমার সবচেয়ে ভাল। এটি অয়েল ফ্রি হওয়া তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। দীর্ঘক্ষন মেকআপ ধরে রাখার সাথে সাথে ত্বকে নিয়ে আসে দীপ্তিময় আভা। এই প্রাইমার ব্যবহারে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মুখে ব্যবহারের পূর্বে হাতে ব্যবহার করে দেখা ভাল।

১৪.ম্যাক প্রেপ + প্রাইম ফেস প্রটেক্ট এসপিএফ ৫০ (Mac Prep + Prime Face Protect SPF 50)

বিশ্বখ্যাত মেকআপ ব্যান্ড ম্যাক নিয়ে এসেছে এসপিএফ ৫০ সমৃদ্ধ ম্যাক প্রেপ প্রাইমার। বলিরেখা, চোখের নিচের কালি, বয়সের ছাপ দূর করতে এটি বেশী কার্যকরী। এটি ত্বকে লাগানোর সাথে সাথে একটি নরম তরতাজা স্বাস্থ্যকর ভাব নিয়ে আসে।

পরামর্শ :

১. ফাউন্ডেশন মুখে একেবারেই হালকা পরিমাণে ব্যবহার করবেন।

২. ফাউন্ডেশন ব্যবহারের পর চাইলে প্যানকেক ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন।

৩. ফাউন্ডেশন ক্রিমের মতো সরাসরি মুখে ব্যবহার করবেন না। হাতের ওপর সামান্য ফাউন্ডেশন নিয়ে ব্রাশ দিয়ে মুখে ভালো করে ব্লেন্ড করে দিন।

৪. ফাউন্ডেশন ব্যবহারের পর ফিনিশিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন। না হলে মুখে তেলতেলে ভাব থাকবে।

৫. ফাউন্ডেশনের সঙ্গে এক ফোঁটা পানি মিশিয়ে নিলে ফাউন্ডেশনের থিকনেসটা কম হবে। এতে মেকআপ ভারী হবে না এবং স্বাভাবিক ত্বক মনে হবে।

তথ্যসূত্র: barta24.com,sustothaki.com,
ড্রাগন ফলের উপকারিতা ও পুষ্টিগুণ
গাজা খাওয়ার অপকারিতা
পুরুষদের জন্য সেরা ১০টি পারফিউম
কুমড়োর বিচির উপকারিতা
শালগমের বিস্ময়কর পুষ্টিগুণ
মাটির বিস্কুট ‘ছিকর’
হারিয়ে যাচ্ছে বেতফল-cane fruit benefits
টমেটোর উপকারিতা
তেঁতুলের উপকারিতা
কেয়া বা কেতকী