ত্বকে বরফ লাগানোর উপকারিতা-Benefits of applying ice to the skin
Benefits of Ice for Skin

ত্বকের সুরক্ষায় আইস কিউব

কের সৌন্দর্য বৃদ্ধির জন্য চিকিৎসা বাবদ প্রচুর অর্থ ব্যয় করে ক্লান্ত হয়ে পড়েছেন? তাহলে, আইস কিউবের মতো সহজ উপাদান ত্বকে ব্যবহার করুন। আইস কিউব কেবল পানি ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার হয় না। এগুলি ত্বকের ক্ষেত্রেও বিস্ময়কর কাজ করতে পারে। হয়তো আশানুরুপ ফলাফল ফলাফল দেবে না। তবে হতাশ হবেন না।

বরফ দিয়ে কী ভাবে সুন্দর চকচকে ত্বক পাবেন, তার বিস্তারিত জেনে নিন-

শশা-বরফ ক্লিনজার

এর জন্যে আপনার প্রয়োজন : ১টি শসা, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু। এবার শসা বেটে পেস্ট তৈরি করুন আর তাতে মেশান ১ চামচ লেবুর রস এবং ১ চামচ মধু। তারপর ওই মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন। তারপর একটি কিউব বের করে মুখে ও গলায় বেশ কিছুক্ষণ ঘষুন। মিনিট ১০-১৫ পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন দারুণ উপকার পাবেন।

ডাবের পানি -আইস

কচি ডাবের পানি আইস ট্রে-তে জমিয়ে নিন। জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ডাবের পানির ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ‘সি’, এনজাইম, অ্যামাইনো অ্যাসিড ও প্রয়োজনীয় মিনারেলস ত্বককে রোদের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে রক্ষা করতে সক্ষম। বাইরে থেকে ফিরে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর ত্বকে হালকাভাবে ডাবের বরফ ম্যাসাজ করুন। ১০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফল পেতে ঘুম থেকে উঠে এবং বাইরে থেকে ফিরে দুবার ব্যবহার করুন।

গ্রিন টি -আইস কিউব

এর জন্যে লাগবে ২টি গ্রিন টি ব্যাগ, ২ কাপ পানি। প্রথমে দুটি গ্রিন টি ব্যাগ ব্যবহার করে গ্রিন টি তৈরি করে নিন। তারপর সেটি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে গ্রিন টিয়ের আইস কিউব বানান। যখনই ক্লান্ত লাগবে, ফ্রিজ থেকে বের করে মুখে ঘষে নিবেন। এতে ত্বক উজ্জ্বল তো হবেই, এর সঙ্গে চোখের নিচের কালিও দূর হবে।

গোলাপের পাপড়ি-আইস

এটি তৈরি করতে শুকনো গোলাপের পাপড়ি নিন এবং পরিষ্কার জল ঢেলে দিন বরফ জমানোর পাত্রে। তারপর প্রতিটা কিউবে একফোঁটা করে দিন রোজহিপ অয়েল। এটা মুখে আর ঘাড়ে লাগান। সানট্যান দূর হবে এটি লাগালে, দাগছোপও দূর হবে ধীরে ধীরে।

অ্যালোভেরা- আইস কিউব

এর জন্যে নিন ৪ চামচ জৈব অ্যালোভেরা জেল এবং আধা চামচ মধু। অ্যালোভেরা জেলটিতে মধু মিশিয়ে একটি আইস ট্রেতে রেখে জমিয়ে নিন। আপনার ত্বকে যদি রোদে পোড়া ভাব থাকে বা চুলকানি জাতীয় সমস্যা থাকে তবে এটায় আপনার দারুণ উপকার হবে। এই অ্যালোভেরা কিউব আপনার ত্বককে ঠাণ্ডা করবে এবং হাইড্রেট করবে।

নিমপাতার পানি-আইস

একমুঠ নিমপাতা পানিতে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। আধা কাপ নিমের পানির সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। আইস ট্রেতে বরফ জমিয়ে ব্যবহার করুন। স্পর্শকাতর ত্বকের জন্য বেশ উপকারী এটি। অ্যালার্জি, ব্রণ, র‌্যাশসহ ত্বকের যে কোনো সমস্যায় নিশ্চিন্তে ব্যবহার করুন।

তথ্যসূত্র: ekushey-tv.com
এলার্জি প্রতিরোধের প্রাকৃতিক উপায় - Natural way to prevent Allergy
মুখে ব্রণ হলে কি করনীয়
হলুদ খাওয়ার উপকারিতা ও শত গুণ
চর্ম রোগের কারণ ও প্রতিকার
মাথায় ফুসকুড়ি দূর করার উপায়