ফুল তাজা রাখার কিছু কৌশল-Some tricks to keep flowers fresh
তাজা ফুল দিয়ে ঘর সাজাতে কে না পছন্দ করেন। ঘরময় বাহারি ফুলের সুবাস ছড়ালে মন্দ লাগে না। এছাড়া ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। কিন্তু বাজার থেকে তাজা ফুল কিনে আনলে তা দু একদিনের মধ্যেই শুকিয়ে যায়। চলুন জেনে নেই ফুলকে কিছুদিন তাজা রাখার কিছু ঘরোয়া পদ্ধতি:
* যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।
* ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কেশ করে কার্টুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।
* ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
* দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু'চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
* ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দুদিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।
* আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। ফুলদানি ঘরের ঠান্ডা জায়গায় রাখুন। তবে সরাসরি ফ্যান বা এসির বাতাস লাগে, রোদ আসে, এমন জায়গায় ফুল না রাখাই ভালো।
* সবজি বা পাকা ফলের কাছাকাছি ফুল রাখবেন না। পাকা ফল থেকে নির্গত ইথিলিন গ্যাসের প্রভাবে ফুল দ্রুত শুকিয়ে যায়।
* ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
* ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে।
* ফুলদানির পানিতে এক চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে অনেক দিন।
যা করবেন না—
ফুলদানির জলে কোনও ধরনের কেমিক্যাল দেবেন না। দোকান থেকে দেখে ফুল কিনুন। ফুলের কুড়ি কিনতে চেষ্টা করুন। একেবারে ফোটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই বেশি দিন তা তাজা থাকবে না।