ত্বক ফর্সা করা ক্রিম
Skin whitening cream

ত্বক ফর্সা করা ক্রিম

Skin whitening cream

জন্মগতভাবে আমরা একেকজন একেক ধরনের গায়ের রং পাই। কেউবা ফর্সা, কেউবা শ্যামলা। গায়ের রং চাপা হলে তা নিয়ে মন খারাপ করেন অনেকেই। আরেকটু উজ্জ্বল ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাদের। আবার জন্মগতভাবে ফর্সা ত্বক পেয়েও ধুলোবালি আর রোদের কারণে তা হারাতে বসেন অনেকেই। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে তখন নানারকম ক্রিম ব্যবহার করে থাকেন।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

বিউটি ট্রিটমেন্টের পাশা পাশি ফর্সা ত্বক নারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। আজকাল, মহিলারা তাদের ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং তাদের স্থায়ী ভাবে সাদা করার জন্য স্থায়ী সাদা করার ক্রিম খুঁজছেন। নারীদের চাহিদার কথা মাথায় রেখে প্রসাধনী কোম্পানি গুলো নারীদের জন্য বিভিন্ন ধরনের স্থায়ী সাদা করার ক্রিম নিয়ে আসে। যা আপনার ত্বককে করে তুলবে স্থায়ী ভাবে ফর্সা।

যাইহোক, সব ক্রিম সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত নয়। তাই ফেস ক্রিম কেনার আগে অবশ্যই জেনে নিন এবং বুঝে নিন। প্রশ্ন আসতে পারে, কোন ক্রিম সবচেয়ে ভালো? সেরা ত্বক সাদা করার ক্রিম কোনটি? ইত্যাদি ফেয়ারনেস ক্রিম গুলি বেশির ভাগ মহিলাদের জীবনের সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক স্থায়ী সাদা করার ক্রিম সম্পর্কে:

 ১. ওয়াও ফেয়ারনেস ক্রিম WOW Fairness cream

ওয়াও ফেয়ারনেস ক্রিম ভারতীয় কোম্পানি ওয়াও এর একটি পণ্য। তাদের মতে, তাদের পণ্য ক্ষতিকর সালফেট, সিলিকন এবং প্যারাবেনস থেকে মুক্ত।

কার্যকারিতা

ওয়াও ফেয়ারনেস ক্রিম ফেয়ারনেস ক্রিম আপনার ত্বককে মসৃণ করতে সাহায্য করবে।

Wow Fairness Cream আপনার ত্বককে UV রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখবে।

আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

চুলকানি সমস্যা দূর করে ত্বক ফর্সা করতে কার্যকরী ভূমিকা পালন করবে।

ক্রিম ব্যবহার করার আগে, আপনাকে অবশ্যই এটি আপনার ত্বকের ধরণের জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।

২. হিমালয় হার্বালস ক্লিয়ার কমপ্লেক্সিয়ন -Himalaya herbal Clear Complexion

Himalaya herbal Clear Complexion হিমালয়ের একটি পণ্য। কোম্পানির প্রতিষ্ঠাতা মিঃ এম মানাল এবং ১৯৩৪ সাল থেকে তারা স্থায়ী ভাবে ফরসাকারী ক্রিম তৈরীকরে আসছে।

কার্যকারিতা

হিমালয় ভেষজ পরিষ্কার কমপ্লেক্সন ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বকে এক ধরন রেডিয়েন্ট গ্লোকল তৈরী হবে।

এই ক্রিমটির মাধ্যমে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করাসহ নিচের আরও বেশ কিছু সমস্যার সমাধান করবে বলে তারা দ্বাবি করে।

ক্রিমটি আপনার ত্বক হাইড্রেট করতে সাহায্য করবে।

প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

ত্বকের বিদ্যমান ডার্ক সার্কেল গুলো দুর করতে ভূমিকা রাখবে।

আপনার ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে।

আপনার ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বলতা প্রদান করবে এই ক্রিম।

৩. ওলে হোয়াইট রেসিডেন্স-OLAY White Residence

কোম্পানিটি 1952 সালে দক্ষিণ আফ্রিকার রসায়নবিদ গ্রাহাম ওল্ফ দ্বারা চালু করা হয়েছিল।

কার্যকারিতা

ওলে হোয়াইট রেসিডেন্স ক্রিম আপনার ত্বকে সাদা উজ্জ্বলতা তৈরি করতে সাহায্য করে।

এটি আপনার ত্বকের টোন পরিবর্তনে ভূমিকা রাখে।

এটি বিভিন্ন পদ্ধতি আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

ত্বকের কালো দাগ কমাতে এই ক্রিম কার্যকরী ভূমিকা পালন করে।

এটি ত্বকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে

এটি ৪ সপ্তাহের মধ্যে আপনার ত্বককে মুক্তোর মতো সাদা করতে সাহায্য করবে।

৪. পিওর রেডিয়েন্স ডে ক্রিম – StBotanica Pure Radiance Day Cream

সেন্ট বোটানিকা প্রাকৃতিক ভেষজ এবং ত্বকের যত্নের পণ্যগুলির সংমিশ্রণ তৈরি করে। ভারত ছাড়াও, তাদের স্থায়ী সাদা করার ক্রিম এবং অন্যান্য পণ্য আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে।

কার্যকারিতা

বোটানিকা পিওর রেসিডেন্স সাদা করার ক্রিম হিসেবে সুপরিচিত।

এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বক ফর্সা করতে ভূমিকা রাখবে।

এতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা ত্বক উজ্জ্বল করতে ভূমিকা রাখে।

এই ক্রিমটি ত্বককে হাইড্রেট করতে শতভাগ ভূমিকা রাখবে বলে তাড়া দাবি করে।

এটি একটি দীর্ঘস্থায়ী ক্রিম যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

এটি আপনার ত্বককে সূর্যালোক এবং অন্যান্য বিভিন্ন অসুখ থেকে রক্ষা করতে ভূমিকা পালন করে।

৫. 03+ হোয়াইটনিং ক্রিম- 03+ Whitening Cream

O3plus কম্পানির ক্রিম হল 03+ Whitening Cream ক্রিম। 2005 সালে, এটি ভারতের এক নম্বর স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।

কার্যকারিতা

03+ হোয়াইটনিং ক্রিম স্কিন হোয়াইটনিং ক্রিম সব ধরনের ত্বকের জন্য খুবই কার্যকরী।

এটা দাবি করা হয় যে এই ক্রিম পিগমেন্টেশন প্রদান করে এবং আপনার ত্বককে সূর্যালোকের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।

ক্রিমটি দাবি করে যে এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা পালন করবে।

এই ক্রিম আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে কার্যকর ভূমিকা পালন করবে।

এই ক্রিমটি প্রতিদিনই ব্যবহার করার জন্য ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন

৬.বেল্লা ভিটা পাপায়ব্লেম – PapyBlem Anti-Blemish & Pigmentation Face Gel Cream

বেল্লা ভিটা পাপায়ব্লেম ক্রিমটি দিনে কিংবা রাতে সবসময়ে ব্যবহার করা যাবে। পাশাপাশি এটি সবধরনের ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনার ত্বক যদি বেশি শুষ্ক বা তেলতেলে হয় কোন সমস্যা নেই। এই ফেস ফর্সা করার ক্রিমটি পেপে এবং জাফরানের নির্যাস, অ্যালোভেরা এর সংমিশ্রণের তৈরি। যা কিনা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বকে পুরনো কোন দাগ থাকলে পুরতন দাগ দূর করতেও বেশ কার্যকরী। এছাড়াও রোদে পোড়া থেকেও আপনার স্কিনকে বাঁচায়।

৭.পাম ই-লুমিনেন্স ডিপ ময়শ্চারাইজিং ক্রিম – Plum E-Luminence

১২ টি প্রাকৃতিক উপাদান- ক্যালেন্ডুলা, কোকুম, সূর্যমুখী, ক্যামোমাইল, আঙ্গুর, গোলাপ, সি বাক্সথরন এর সমন্বয়ে তৈরি করা বিশেষ এই মুখ ফর্সা করার ক্রিমটি আপনার মুখের ন্যাচারাল গ্লো ধরে রাখতে সক্ষম। এতে থাকা গ্লিসারিন, ভিটামিন ই এবং জবা তেল স্বাভাবিক, শুকনো এবং খুব শুষ্ক ত্বকের তীব্র হাইড্রেশন সরবরাহ করে। কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ও ক্ষতিকর উপাদান না থাকায় অনেক স্কিন ও বিউটি বিশেষজ্ঞ এই ক্রিমটি সাজেস্ট করে থাকেন। Plum E-Luminence ক্রিমটি সব ধরনের স্কিনে ব্যবহার করা যায়।

৮.Pond’s White Beauty

বাংলাদেশের বাজারে পন্ডস হোয়াইট বিউটি সম্পর্কে মোটামুটি সবাই জানে। ভিটামিন বি৩ সমৃদ্ধ এই স্কিন লাইটিং ক্রিমটি পন্ডস ইন্সটিটিউট এর গবেষকদের বিশেষ গবেষণা ও ফরমুলা দিয়ে তৈরি। এটি আপনার মুখের কালচে ভাব দূর করার পাশাপাশি আপনার মুখের স্কিনের দাগ দূর করতে সক্ষম। এটি আপনাকে UVA & UVB রশ্মি থেকে রক্ষা করে। একটি কথা না বললেই নয় Ponds এর এই বিশেষ ক্রিমটি তেলতেলে মুখের জন্য বেশি কার্যকর। এতে রয়েছে SPF ও টাইটানিয়াম ডিওক্সাইড।

৯.লোটাস হারবালস হোয়াইট গ্লো – Lotus Herbals Whiteglow Skin Whitening Gel Creme

লোটাসের এই ক্রিমটিতে এমন বিশেষ ফলের নির্যাস রয়েছে যা আপনার ত্বককে গভীরভাবে পুষ্ট করে এবং আরও উজ্জ্বল করে। এটি আপনার ত্বককে সূর্য হতে রক্ষা করে এবং আপনার মুখের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে। টানা ২-৩ মাস ব্যবহার করলে বেশ ভালো ফলাফল পাওয়া যায়।

১০.ভিএলসিসি স্নিগ্ধ ফেয়ারনেস ক্রিম

 ভিএলসিসি এর এই ক্রিম দাবি করে যে, এটা ত্বককে টান টান আর মসৃণ করার সাথে সাথে ত্বকের পিগমেন্টেসান সমস্যাও দূর করে। এতে আছে কাঁচা হলুদ, লেবুর খোসা, তুঁত এবং যষ্টিমধু। যষ্টিমধুন আপনার ত্বক উজ্জ্বল করে আর লেবুর খোসা ও হলুদ ত্বকের টেক্সচার উন্নত করে। সাথে সাথে ত্বকের দাগও দূর করে। তুঁত আপনার ত্বকে মেলানিন তৈরি করতে বাধা দেয়। এই ত্বক ফর্সাকারী ক্রিমে আছে এসপিএফ ২৫ । এটি তৈলাক্ত ত্বকের জন্য সঠিক বাছাই নাও হতে পারে।

মূল্য

বাজারে বিভিন্ন ব্রান্ডের ও বিভিন্ন দামের ফর্সা হওয়ার ক্রিম কিনতে পাওয়া যায়। আমাদের লিস্টে যে সকল ক্রিমের কথা উল্লেখ করা হয়েছে এর বাজার মুল্য ১০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত।

কোথায় ফর্সা হওয়ার আসল ক্রিম কিনতে পাওয়া যায়?

ভেজালের এই যুগে আসল নকল চিনতে পারা বেশ কঠিন কাজ। প্রতিদিন সংবাদ পত্র কিংবা নিউজ চ্যানেলে নকল ফেসিয়াল পন্যের কারখানার চিত্র তুলে ধরা হয়। এই কঠিন সময়ে ব্রান্ড শপ ছাড়া লোকাল শপ থেকে ফর্সা হওয়ার ক্রিম কেনা উচিত নয়। এরা কিছুটা হলেও মান রক্ষা করে। অনুমোদিত ও ব্রান্ড শপ গুলতে ফর্সা হওয়ার আসল ক্রিম কিনতে পাওয়া যায়।

সর্তকতা

আমরা ক্রিম কোম্পানির চাহিদা অনুযায়ী উপরে উল্লিখিত স্থায়ী ত্বক ফর্শাকারী ক্রিম নাম ও গুনাগুন উল্লেক্ষ করেছি। আর, বাংলাদেশে এই ত্বক ফর্শাকারী ক্রিমের নামে অসংখ্য ভেজাল ক্রিম রয়েছে। তাই, সাদা করার ক্রিম কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।

আর এই তালিকার বেশিরভাগ ক্রিমই বিদেশি। তাই, বাংলাদেশে অনেক ক্রিম নাও পেতে পারেন। এবং যদি আপনি এটি পান, সর্তকতার সাথে দেখে শুন কিনবেন। আর আমরা কোন ভাবেই এই ক্রিম গুলোর ১০০% নিশ্চয়তা দিচ্ছি না। তবে ব্যবহার করে দেখতে পারেন।

শিশুর মোবাইল আসক্তি দূর করার উপায় - Ways to get rid of mobile addiction in children
হালিম তৈরির রেসিপি
গর্ভধারণের প্রাথমিক ১০ লক্ষণ
আকন্দ পাতার গুনাগুন
বিছুটি পাতার উপকারিতা,ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া
খুশকি দূর করার উপায়-Ways to get rid of dandruff
রোজা রাখার বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা - Amazing health benefits of fasting
পাইলস বা অর্শ রোগের কারণ ও প্রতিকার
ব্ল্যাক ফাঙ্গাস
কনসিলার ব্যবহারের নিয়ম - Rules for using concealer