
বাংলা নামঃ ঢোলপাতা বা কানশিরে বা কানাইবাঁশি।
ইংরেজি নামঃ Benghal dayflower, tropical spiderwort,
বৈজ্ঞানিক নামঃ Commelina benghalensis
ঢোলপাতায় নীল রঙের তিন পাপড়ির ফুল হয়। ফুলটি দেখতে ছোটো হলেও এর একটি বিশেষ আকর্ষন আছে। নীল রঙের ফুলের উপর দন্ডের উপর হলুদ রাঙা রেনু থাকে। এই উদ্ভিদের পাতা লম্বা হয়ে থাকে এবং তাতে হূল থাকে।
আদি নিবাসঃ
এই গাছ বাংলাদেশ সহ ভারত, এশিয়া আফ্রিকা ছাড়াও ওয়েস্ট ইন্ডিস ও নর্থ আমেরিকাতে জন্মে।
ঢোলপাতা বা কানশিরে উপকারিতা
১.ঢোলপাতার মূলের রস বদহজমের জন্য খুবই উপকারি ।
২.কানের ইনফেকশন এবং ব্যথায় এর দুফোটা রস কানে দিলেই উপকার পাওয়া যায়।
৩.কানছিঁড়ের পাতা বেটে তার রস বের করে লাগালে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়।
৪.যে কোন বিষক্ত পোকা কামড়ালে সে স্থানে কানছিঁড়ের পাতার রস দিলে উপকার পাওয়া যায়।
৫.যেকোন কারণ বশত হাত পা বা শরীরের কোন স্থান কেটে গেলে সাথে সাথে এই লতার ডগা ভেগে পানির মত যে রস বা আঠা পাওয়া যায় তা কাটা স্থানে লাগিয়ে দিলে এক মিনিটের মধ্যে কাটা স্থান জোড়া লেগে যায় ।
৬.কানছিড়ের গাছ পাতাসহ বেটে প্রতিদিন একবার করে দাদ ও একজিমার উপর প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
৭.শরীরের কোন স্থানে আগুনে পুড়ে গেলে এর পাতা বেটে পোড়া অংশে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
৮.এই গাছের পাতা ভালো এন্টিসেপ্টিক হিসেবে কাজ করে।