
পরিচিতি
হাগড়া গাছটি প্রায় ৩০ - ৪০ সে.মি. লম্বা, পাতাযুক্ত একটি বর্ষীয় গাছ। পাতা একক, একান্তর, তলের ওপরে সামান্য খরতা থাকলেও ইহা রোমশ নয়। পাতা চওড়া, ডিম্বাকার, আয়তাকার, ৮-১২ সে.মি. দীর্ঘ, ৫-৮ সে.মি. চওড়া, প্রান্ত ওঠা বা সভংগ। পুষ্প মঞ্জরী মুণ্ডক, দ্বিপুস্পক। অর্থাৎ এক লিংগবৎ, পুংপুষ্প, স্ত্রীপুষ্প ভিন্ন ভিন্ন গাছে ধরে। পাপড়ি ৫ টা, পুংকেশর ৫ দল। ফল আয়তাকার, উপবৃত্তাকার, ১-২ ছে.মি. দীর্ঘ, ৭-১২ মি.মি. চওড়া। ফলটি জীব-জন্তুর গায়ে এর রোয়াগুলি দ্বারা লেগে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তারিত ও তারপর অঙ্কুরিত হয়ে বংশবৃদ্ধি করে।
হাগড়া গাছের উপকারিতা
চুলের সমস্যায় জন্য হাগরা পাতার রস অনেক উপকার । এই হাগড়ার পাতা শুকিয়ে পাউডার করে নিয়ে প্রতিদিন রাতে খাবার পড়ে ২ চামচ মধু মিশিয়ে নিয়মিত খেলে চুলের উপকার হবে
এই পাতায় খুব উপকারী দুর্বলার ক্ষেত্রে