আশশেওড়া গাছের উপকারিতা
মটকিলা গাছ

আশশেওড়া গাছ

বৈজ্ঞানিক নাম: Glycosmis  pentaphylla.

বাংলা নাম: দাতমাজন, মটকিলা; কওয়াটুটি, মটমটি, আশশেওড়া.

ইংরেজি নাম: Toothbrush Plant, Motar tree.

আশশেওড়া গুল্মজাতীয় উদ্ভিদ। ৩-৪ ফুট উঁচু হতে পারে। কিছু কিছু গাছ ৬ ফুট পর্যন্ত লম্বা হয় পাতায় এক থেকে পাঁচটি পত্রাংশ। পাতা ডিম্বাকৃতি, মসৃণ পাতলা। পাতার রং সবুজ। পাতার দৈঘ্য ৩-৪ ইঞ্চি। মাঝ বরাবর প্রস্থ ২-২.৫ ইঞ্চি। পাতা কাণ্ড থেকে একান্তরভাবে বের হয়। ফুল গাঢ় সবুজ। মঞ্জরি বহুপুষ্পক। ফুলের ব্যাস ৫-৭ মিলিমিটার।

পাপড়ি চার থেকে পাঁচটি। ফুল হালকা মিষ্টি গন্ধ যুক্ত। পুংকেশর সংখ্যা ১০টি। গর্ভদণ্ড ছোট। ফল ছোট। ১-৩টি লম্বা আকারের বীজ থাকে। নভেম্বর মাসে ফুল ও মার্চ মাসে ফল হয়। তবে ফল পাকলে গোলাপি রং ধারণ করে। ফল মটর দানার চেয়ে সামান্য বড়। প্রতি থোকায় ২০-৫০ পর্যন্ত ফল থাকে। কাণ্ডের রং ধুসর। কাণ্ড বেশ শক্ত। কাণ্ডের ১.৫-২ ফুট পর্যন্ত কোনো ডালপালা হয় না বললেই চলে। কাণ্ডের বেড় ১.৫-২.৫ ইঞ্চি পর্যন্ত হয়। আশশেওড়া মূল, চারা বীজ থেকে জন্মায়।

আশশেওড়া গাছের উপকারিতা

পাতার রস লিভারের সমস্যা, কাশি, ও বাত রোগের উপশম করে। রক্তশূন্যতা ও জণ্ডিসের চিকিৎসায় কার্যকরি হিসেবে ব্যবহার করা হয়।

বথুয়া শাকের ঔষধি গুনাগুন
স্ত্রীকে খুশি করার সহজ ১০ টি উপায় - 10 easy ways to make your wife happy
কলার উপকারিতা
রোজা রেখে ওজন কমানোর উপায় - Ways to lose weight by fasting
রোজা রেখে মাথাব্যথা হলে যা করবেন - What to do if you have a headache after fasting
বাচ্চাদের ঘামাচি দূর করার উপায়
শতমূলের উপকারিতা ও ঔষদি গুণ
শিমুল মূলের উপকারিতা
রোজা রাখলে শরীরে যেসব উপকার হয়- ramadan benefits the body
আকন্দ পাতার গুনাগুন