
কলকাসুন্দার ঔষধি গুণাগুণ
কলকাসুন্দার বীজগুলি তিতা স্বাদ যুক্ত হয় ।পূর্ণবয়স্ক কলকাসুন্দা সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কলকাসুন্দার কাণ্ডের রং গাঢ় সবুজ ও বেশ শক্ত।এর ফুল সোনালি-হলুদ রঙের, মঞ্জরী ও বোঁটা হলদেটে সবুজ। মঞ্জরী বহুপুষ্কক। একটা মঞ্জরীতে ৫-১০ টা ফুল থাকতে পারে। ফুলের ব্যাস ১ ইঞ্চি। একটা ফুলে ৫ টা পাঁপড়ি থাকে।
কলকাসুন্দার ইংরেজি নাম:
coffee senna,coffeeweed, Mogdad coffee, negro-coffee, senna coffee, Stephanie coffee, stinkingweed
কলকাসুন্দার বৈজ্ঞানিক নাম:
Cassia occidentalis.
ঔষধি গুণাগুণ
(১)কালকাসুন্দার পাতার রস এক তোলা পরিমাষ মধুসহ নিয়মিত সেবন করলে পিত্তদোষ সেরে যায়।
(২)গরম পানি সহ নিয়মিত সেবন করলে কোষ্ঠ পরিষ্কার হয়।
(৩)কালকাসুন্দার পাতার রস মিসরীর চুর্ণ্সহ সকালে খেলে রক্তদোষ নিবারিতা হয়ে থাকে।
(৪)কালকাসুন্দা হুপিং কফ, মূত্রবর্ধক হিসাবে, লিভারের অসুখে ব্যবহার করা হয়।
আপনার মতামত লিখুন