নিশিন্দা গাছের ঔষধি গুন
Chinese chaste tree

নিশিন্দা গাছ

পরিচিতিঃ

বাংলা নাম - নিশিন্দা এটি এক প্রকার ছোট পর্নমোচী  উদ্ভিদ। এটি গুল্ম এবং বৃক্ষের সংকর বলা যায়। পাঁচ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। ফুল হয় নীলচে বেগুনী। সারা দেশেই জন্মায়। এই গাছের পাতা, শিকড়, ফুল এবং ফল সব কিছু কাজে লাগে।

বৈজ্ঞানিক নাম:Vitex negundo 

ইংরেজি নাম: Chinese chaste tree

নিশিন্দা-গাছের-ঔষধি-গুনঃ

১.নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যান্সার বিরোধী গুন রয়েছে। 

২.নিশিন্দা হাঁপানি ও ঠাণ্ডাজনিত রোগে বিশেষ কার্যকরী।

৩. পা মচকে গেলে বা ফুলে গেলে নিশিন্দার পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিন। দেড়/দুই ঘণ্টা পর পর নতুন করে লাগান। দু'একদিনের মধ্যে আরাম পাবেন।

৪.নিশিন্দা পাতা চূর্ণ সিকি গ্রাম পরিমাণ খেলে গুঁড়া কৃমির উপদ্রব কমে যায়। তবে শিশুদের খাওয়াবেন না। প্রাপ্তবয়স্কদের জন্য এটা প্রযোজ্য হবে।

৫.শরীরে কোনো স্থানে টিউমার থাকলে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগান। কয়েকদিনের মধ্যে ফল পাবেন।

৬.  রান্নাঘরে পোকার উপদ্রব হলে নিশিন্দার ডাল-পাতা রেখে দিন। পোকার আনাগোনা কমে যাবে।  

 ৭. কানের যেকোনো ধরনের ব্যথায় নিশিন্দা মহৌষধ হিসিবে কাজ করে।

৮.  বাতের ব্যথায় নিশিন্দা কার্যকরী ভূমিকা রাখতে পারে।

৯.পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ২/১ ফোঁটা কানে দিলে কানের রোগ আরোগ্য হয় । কানের সব ধরণের ব্যাথায় ক্ষতে ও ব্যবহার করা যায় ।

১০.নিশিন্দা গেঁটে বাত সারায়, গেটে বাত রোগে নিশিন্দায় পাঁচন মোক্ষম ওষুধ । সঙ্গে যদি জ্বল থাকে, তবুও এতে সুফল পাওয়া যাবে । ৫ গ্রামে পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয় । তবে উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয় ।

১১. গাছের ডাল পালা পোকামাকড় রোধী ।যৌন ইচ্ছা দমনের জন্য আগে ব্যবহৃত হতো ।

কলার ১২ টি জাদুকরী গুণ
অরবরই এর উপকারিতা
কুকুরচিতা পাতার উপকারিতা
মেধা পাতার উপকারিতা
গ্রিন টি এর উপকারিতা
গাবের উপকারিতা-velvet apple benefits
পটলের উপকারিতা-benefits of pointed gourd
বরবটির উপকারিতা
শীতে দাড়ির যত্নে যা করবেন - What to do in winter beard care
সন্তান পালনের নানা ধরনের টিপস