পুদিনা পাতার গুণাগুণ ও উপকারিতা
পুদিনা পাতা

পুদিনা পাতা একটি সাধারণ আগাছা ধরনের গাছ।খুব সহজেই মাটিতে বা টবে পুদিনার চাষ করা যায়।বিশ্বের অনেক দেশেই পুদিনা গাছ জন্মে থাকে।বিভিন্ন দেশে পুদিনার বেশি ব্যবহার হচ্ছে তেল তৈরিতে। পুদিনার গাছ থেকে পাওয়া এ তেলের নাম পিপারমেন্ট অয়েল।পুদিনার সুগন্ধির কারণে বিভিন্ন মুখরোচক কাবাব, সলাদ, বোরহানি ও চাটনি তৈরিতে ব্যবহার হয়।বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে টক দই এবং বোরহানি তৈরির জন্য পুদিনার ব্যবহার বাড়ছে। এছাড়া মাছ, মাংস, সস, স্যুপ, স্টু, চা, তামাক, শরবত তৈরিতে পুদিনা পাতা ব্যবহার হয়।পুদিনা স্বাদ ও খাওয়ার রুচি বাড়ায়, খিদে বাড়ায়, বল বৃদ্ধি করে, মনে ও শরীরে সুখের আমেজ আনে, অত্যধিক মলত্যাগ ও মূত্রাবেগ থামায়, কফ ও বাত কমায়। কাশি, উম্মত্ততা, অজীর্ণ বা বদহজম, পেটের অসুখ, একটানা পুরানো পেটের অসুখ, পুরনো জ্বর ও আন্ত্রিক রোগ সারায়। কৃমিও অরুচিনাশ করে, বমি থামিয়ে দেয়। পুদিনার চাটনি যেমন খেতে মুখরোচক তেমনি হজমেও সাহায্য করে। পুদিনা চা পুদিনার পাতা, দুধ,চিনি, গোলমরিচ ও মৌরি গরম পানিতে দিয়ে এ চা তৈরি করতে হবে। 

ওষুধ, টুথপেস্ট, মিন্ট চকোলেট, ক্যান্ডি, চুইয়িংগাম তৈরিতে পুদিনা ব্যবহার করা হয়।

পুদিনা পাতার ঔষধি গুণঃ

অরুচি দূর করে পুদিনা:পুদিনা পাতা বেটে পানিতে গুলে শরবত করা যায়। সে ক্ষেত্রে কাঁচা পাতা ৮ থেকে ১০ গ্রাম নিতে হবে। পুদিনা পাতার চাটনি একাধারে ৮ থেকে ১০ দিন খেলেও অরুচি কমে যাবে।

পেটের বায়ু দূর করতে: পুদিনাপাতা, তুলসীপাতা, গোলমরিচ ও আদা পরিমাণ মতো একসাথে মিশিয়ে পিষে নিয়ে পানিতে সেদ্ধ করে, একটা ঘন ক্বাথ তৈরি করুন। এ ক্বাথ চামচে নিয়ে অল্প একটু জিহ্বা দিয়ে চেটে অন্তত ৪ বার করে ৩ দিন খেলে পেটের বায়ু দূর হবে ও খুব ক্ষিদে পাবে।

টাইফয়েড দূর করে:পুদিনাপাতা, সবুজ তুলসী ও তুলসীর রস এক সাথে মিশিয়ে মিশ্রন তৈরি করে দিনে চারবার খেতে হবে।এতে টাইফয়েড সেরে যাবে।

নিউমোনিয়া সারতে পুদিনা:পুদিনাপাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে নিউমোনিয়া সেরে যায়।

দাঁতের মাড়িতে: পুদিনা পাতা পুড়িয়ে ছােই দ্বারা দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয়।

পেট ফাঁপায় : এক্ষেত্রে পুদিনার শরবত  সারা দিনে ২-৩ বার করে কয়েক দিন খেলে পেটে বায়ু জমা বন্ধ হবে এবং খাদ্য রুচিও ফিরে আসবে এবং হজম শক্তিও বাড়বে।

দাদ সারাতে পুদিনা: পুদিনা পাতার রস দাদে লাগালে দাদ সেরে যায়।

সর্দি সারাতে পুদিনা: নাকের বিতর ১-২ ফোটা দিলে সর্দি সেরে যায়।

বমি দূর করতে:পুদিনার শরবত দিনে ২ থেকে ৩ বার করে কয়েক দিন খেলে বমি সেরে যাবে।

মূত্রাল্পতায় দূর করে : পুদিনার পাতা ৮ থেকে ১০ গ্রাম ভালোভাবে বেটে তাতে সামান্য লবণ ও কাগজিলেবুর রস এবং ঠান্ডা পানি মিশিয়ে শরবতের মতো করে দিনে ২ থেকে ৩ বার খেতে হবে। এর ফলে প্রস্রাব সরল হবে। তারপর এ সমস্যার জন্য মাঝে মাঝে খেলেও প্রস্রাব স্বাভাবিক থাকবে।

অতিরিক্ত ঘাম হওয়ার কারণ ও করণীয়
ত্বকের উজ্জ্বলতার উপায়
কোমর ব্যথা দূর করার ঘরোয়া উপায় - Home Remedies for Back Pain
শিমুল মূলের উপকারিতা
হরতকি খেলে কী কী উপকার হয়-What are the benefits of taking chebulic myrobalan
ব্রণ দূর করার সহজ ও কার্যকরী ক্রিম - Easy and effective cream to get rid of acne
অরবরই এর উপকারিতা
ভুইকুমড়া গাছের উপকারিতা
কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে - How to understand if someone lies
বিয়ের মেকআপ করার পদ্ধতি - How to do wedding makeup