আকরকরা গাছ
Anacyclus pyrethrum

আকরকরা গাছ

আকরকরার পরিচিতি ও গুনাবলীঃ

আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।

ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়।

আকরকরা গাছের উপকারিতা :

আকরকরা যৌনশক্তিবর্ধক ও উত্তেজক। শীতলজনিত রোগে বিশেষ উপকারী। অর্ধাঙ্গ, পক্ষাঘাত (প্যারালাইসিস), মৃগী ও মাথাব্যথা উপশমে কার্যকর। সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক। আকরকরা দীর্ঘদিন থেকে কার্যকর ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে।

এছাড়াও

(১)আকরকরা পক্ষাঘাত , মৃগী রোগে ব্যবহার করা হয়।

(২)আকরকরা মাথার যন্ত্রনায় ব্যাবহার হয় ।

(৩)আকরকরা সর্দি , কাশি , ও বুকের কফ নিঃসারক।

(৪)আকরকরা বাচ্চাদের মুখের ঘা এবং ডিপথেরিয়া রোগে উপকার ।

(৫)আকরকরা শোথরোগ নাশক।

(৬)দাঁতের ব্যাথায় স্থানীয়ভাবে আকরকরাহ ব্যবহারে উপকারী।

(৭)আকরকরা মুখের জ্বরতা ও তোতলামী নাশক ।

(৮)আকরকরা খেলে মস্তিষ্ক পরিষ্কার হয়।

(৯)আকরকরাহ খন্ড খন্ড করে মোদক বা হালুয়া প্রস্তুত করে সেবনে ধ্বজভঙ্গ ও শুক্রক্ষয় জনিত দুর্বলতা হ্রাসকারক ।

গালিগালাজ স্বাস্থ্যের জন্য ভালো
রোজা রেখে ওজন কমানোর উপায় - Ways to lose weight by fasting
আমলকির উপকারিতা
কাঁচা ছোলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
লজ্জাবতীর ঔষধি গুণাগুণ
নিশিন্দা গাছের ঔষধি গুন
বাঁশ-কোড়লের পুষ্টিগুণ-Bamboo shoots or bamboo sprouts
ঝিঙের পুষ্টিগুণ
বরবটির উপকারিতা
সিদল ভর্তা