মেধা পাতার উপকারিতা
Litsea glutinosa

পরিচিতি

পৃথিবীজুড়ে ৫০ হাজারের ওপর এমন গাছ ও উদ্ভিদ রয়েছে, যা মানুষ নানা কাজে ওষুধ হিসেবে ব্যবহার করে। বাংলাদেশেও এরকম প্রায় ১৫০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে অন্তত ৮০০ প্রজাতির গাছ ও উদ্ভিদের ঔষধি ক্ষমতা রয়েছে।

মেধা গাছ

মেধা গাছটি বাংলাদেশের অঞ্চলভেদে চাপাইত্তা, কারজুকি, রতন, খারাজুরা নামেও পরিচিতি রয়েছে। বৈজ্ঞানিক নাম: Litsea glutinosa, সমনাম: Litsea sebifera, Sebifera glutinosa সাধারণ নাম: soft bollygum বা bolly beech মেধা বা চাপাইত্তা ফুল, দেখার মত ফুল। ঝাঁকে ঝাঁকে ফুটে থাকে গাছ জুড়ে। বছরে কয়েকবার ফোটে। মাঝে মাঝে মাত্র ২ মাস অন্তর ফোটে। আবার ফুল ও ফল হয়। ফল পাখিদের খুব পছন্দের খাবার। পাখিদের বিষ্ঠার মাধ্যমে বংশবিস্তার হয়। এই পাতার রস খুব উপকারি। বাংলাদেশে ময়মনসিংহ অঞ্চলে বেশি দেখা যায়। 

মেধা পাতার উপকারিতা

সকালে খালি পেটে একগ্লাস খেলে পেট এবং শরীর ঠান্ডা থাকে।

মেধা পাতা হজমে সহায়ক হিসেবে কাজ করে।

পেটের পীড়া, রক্ত-আমাশা হলে পাতা বেটে পানিতে মিশিয়ে দুইবেলা খেলে উপকার পাওয়া যায়। 

ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে মেধা পাতা।

এই গাছের বাকল ও পাতা উভয়ই ব্যবহার করা হয় ঔষদি কাজে।

জেনে নিন অ্যালোভেরার উপকারিতা
জেনে নিন চুমুর আশ্চর্য সব উপকারিতা
কালোজিরার গুনাগুন
রোজা রেখে ওজন কমানোর উপায় - Ways to lose weight by fasting
ডেউয়া ফলের স্বাস্থ্য উপকারিতা
পুষ্টিগুণে ভরপুর বিচি কলা
নিশিন্দা গাছের ঔষধি গুন
চাল কুমড়ার উপকারিতা
বিছুটি পাতার উপকারিতা,ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া
ত্বকের উজ্জ্বলতার উপায়