আলোকলতার গুনাগুন
Cuscuta

পরিচিতিঃ

আলোকলতা একটি পরজীবী উদ্ভিদ। বেশিরভাগ ক্ষেত্রেই কুল (বরই), বাবলা, ইত্যাদি কাঁটাবহুল গাছে জন্মাতে দেখা যায়। রসালো কাণ্ড পত্রবিহীন, সোনার মত রং, আকর্ষণীয় চেহারা। কোন পাতা নেই, লতাই এর দেহ কান্ড মূল সব। লতা হতেই বংশ বিস্তার করে। সোনালী রং এর চিকন লতার মত বলে এইরূপ নামকরণ। 

আলোকলতার গুনাগুনঃ

আলোকলতা বা স্বর্ণলতার অনেক গুণ। স্বর্ণলতা শুধু অপকারীই নয়-- এর আছে ভেষজ গুণ। এই উদ্ভিদের রস ক্ষত উপশমে কার্যকরী। এছাড়া এটি বলকারক, কফ নাশক,

পিত্ত নাশক ও পেটের পীড়া নিরাময় করে। স্বর্ণলতার বীজ ও লতা পিত্তজনিত রোগে,

দূষিত ক্ষতে, ক্রিমির জন্যে ও খোস-পাঁচড়ায় ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসনাশক।

মোটা লতা পিত্তজনিত রোগে, সরু লতা দূষিত ক্ষতে, বীজ ক্রিমি ও পেটের বায়ুনাশে খাওয়ানো হয়।

এছাড়া পাণ্ডুরোগ, পক্ষাঘাত, মাংসপেশির ব্যথা, যকৃত ও প্লীহার রোগে এর বহুল ব্যবহার আছে।

এ লতার রস ক্ষত উপশমে উপকারী। লতা যৌন রোগে পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত। ৪০-৫০ গ্রাম লতার রস করে সামান্য পানি দিয়ে গরম করে অথবা গরম না করে সকাল সন্ধ্যা দিনে দুই বার সেবন করলে আপনার যে কোন যৌন সমস্যা সমাধানে বিশেষ ফল প্রসু।

ঠোঁটের কালো দাগ দূর করার উপায় - Ways to get rid of dark spots on the lips
কিডনি সুস্থ রাখে যেসব খাবার - Foods that keep the kidneys healthy
কালোজিরার গুনাগুন
কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পেঁয়াজ খাওয়ার উপকারিতা
কুলের উপকারিতা
চাল কুমড়ার উপকারিতা
ব্ল্যাক ফাঙ্গাস
ইলিশ মাছের উপকারিতা ও অপকারিতা কী - What are the advantages and disadvantages of Hilsa fish?
পার্টি মেকআপ করার নিয়ম - Party makeup rules