কুকুরচিতা পাতার উপকারিতা
ইংরেজি নাম : soft bollygum ,bolly beech ,Bollywood ,bollygum ,brown bollygum ,brown Bollywood ,sycamore ,brown beech
গাছটির বাংলা নাম হচ্ছে, কারজুকি, রতন, খারাজুরা, ফটেক্কা, পেপলটি, পেপুলটি, কাজলী পাতা ইত্যাদি।
মাঝারি আকারের চিরসবুজ বৃক্ষ, সাধারণত ৫ থেকে ১৮ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা গুচ্ছাকার, হলুদাভ-সাদা। ফল রসালো, গোলাকার, পাকলে কালো হয়। ফুল ও ফলের মৌসুম বৈশাখ থেকে মাঘ। কাঠ উজ্জ্বল ও টেকসই। ভাস্কর্যের জন্য উত্তম। বীজ থেকে চারা হয়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ- ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও সিকিমে সহজলভ্য।
কুকুরচিতা পাতার ঔষধি গুনাগুন:
১.বীজের তেল বাত রোগে কাজে লাগে।
২.পাতা, ছাল উদরাময় ও আমাশয়ে কাজে লাগে।
৩.কামোদ্দীপক এবং ব্যথা উপশমকারী।
৪.গাছের মূল বলবর্ধক।
৫.কাশি নিরাময় করে।
৬. প্রদাহ, গিঁটে ব্যথা উপশম করে।
৭. গলার সমস্যা দুর করে।
৮. প্লীহার রোগ এবং পক্ষাঘাতের চিকিৎসায় বেশ কার্যকর।
৯.বাকলের ক্বাথ দিয়ে ভাঙা হাড়ের চারদিকে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
১০.পেটের পীড়ায় এর পাতা কচলে আঠালো সুগন্ধি নির্যাস খেলে পেটের পীড়া ভালে।
১১.পাতার রস খুব উপকারি। সকালে খালি পেটে একগ্লাস খেলে পেট এবং শরীর ঠান্ডা থাকে। হজমে সহায়ক।