পরিচিতিঃ
কুলেখাড়া একটি অন্যতম উপকারী শাক।কুরেখাড়া বা কান্তা কালিকা,কুলিকারহা,ক্ষরিক,গোকুলকটা ।এর বৈজ্ঞানিক নাম হলো hygrophila auriculata
কুরেখাড়া দেড় দুই ফুট উচু হয়,আবার জায়গা হিসেবে ৩/৪ ফুটও উচু হতে দেখা যায় । কাঁটা ৬টি,১.৫-৩.৬ সেমি লম্বা এবং পর্বে ৮টি অবৃন্তক পাতা বিশিষ্ট ।
কুলেখারা পাতার উপকারিতা
১.কোমরে যদি বাত হয় তাহলে এই কুলেখাড়া পাতা খেলে অনেকটাই ভালো থাকবেন।
২.ঘুমের সমস্যা হলে সন্ধেবেলা ২-৪ চা চামচ কুলেখাড়ার শিকড়ের রস খান। উপকার পাবেন।
৩.পিত্তের থলিতে বা মূত্রাশয়ে পাথর হলে কূলে খাড়া বীজের গুঁড়ো ২ গ্রাম , ২৫০ মিলিলিটার জলের সঙ্গে মিশিয়ে খেলে প্রস্রাব করবার সময় কষ্ট দূর হয়। পাথুরির যন্ত্রনাও লাঘব হয়।
৪.মূত্রনালীর দোষ কুলেখাড়া প্রশমন করে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমান স্বাভাবিক রাখে। কোমরের বাতে এই শাক খুব ভাল কাজে দেয়।
৫.কুলেখাড়া পাতা খেলে আপনার গ্যাস আমাশয় এইসব রোগ অনেকটা কমে যাবে
৬.কুলেখাড়া পাতাতে রয়েছে ভিটামিন এ ও আয়রণ।আপনার যদি ফিসটুলা রোগ হয়ে থাকে তবে কুলেখাড়া পাতা খেলে রোগটি কয়েকাদিনে রোগটি কমে যাবে।
৭.হারপিস হলে এই গাছের পাতা ও কাচা হলুদ একসঙ্গে বেটে লাগান। জ্বালা-যন্ত্রণা যেমন কমবে, ক্ষতও শুকিয়ে যাবে।
৮.শরীরের কোনও অংশ ফুলে উঠলে ১ টেবিল চামচ কুলেখাড়া পাতার রস গরম করে দিনে ২ বার খান। সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়েও খেতে পারে। আরাম পাবেন।
৯.কোনও কারণে কেটে গেলে, রক্তপাত হলে কুলেখাড়া পাতা থেঁতো করে কাটা জায়গায় চেপে বেঁধে দিন। রক্তপাত বন্ধ হয়ে যাবে, ক্ষতও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
১০.দীর্ঘ যৌন মিলন ? আলকুশি বীজগুঁড়ো ও কুলেখাড়া বীজগুঁড়ো করে গরম দুধের সঙ্গে মিশিয়ে নিয়মির রাতের বেলা খান।
১১.কুলেখাড়াতে ভিটামিনA, ভাল পরিমান আয়রন, উত্সেচক, স্টেরল থাকে।কুলেখাড়া মূত্র বৃদ্ধি করে দেহের শোথ বা ফোলা কমায়।
১২.কুলেখাড়া ফিসচুলায় ভাল কাজ দেয়।
১৩.রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া পাতার রস সেদ্ধ করে, ছেঁকে নিয়ে সেই জল খান। এক সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিনের সংখ্যা বৃদ্ধি পাবে। অথবা দিনে ২ বার ৪ চা চামচ কুলেখাড়া পাতার রস সামান্য গরম করে খান।
১৪.পেটের অসুখ মোকাবিলার মোক্ষম ওষুধ হল কুলেখাড়া শাক।
১৫.জ্বর, সর্দি ও ঠান্ডাতে কুলেখাড়া পাত ভালই কাজ দেয়।
সাম্প্রতিক মন্তব্য
#Shesque
How keto diet improves blood pressure buy cialis 5mg daily use 5 months on study#Jhantu Das
আমি খুব উপকৃত হলাম। আমি শুধু জানতাম যে কুলেখারা শুধুমাত্র রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে। কিন্তু এবার আমি জানতে পারলাম যে এর বহুবিধ গুণাবলী রয়েছে। ধন্যবাদ।#মফিজুর রহমান
কোলেস্টেরল কমাতে কুলেখাড়ার কোনো ভূমিকা থাকলে জানাবেন।