কুলেখারা পাতার ১৫টি উপকারিতা
কুলেখাড়া ভেষজ গুণাগুণ

পরিচিতিঃ

কুলেখাড়া একটি অন্যতম উপকারী শাক।কুরেখাড়া বা কান্তা কালিকা,কুলিকারহা,ক্ষরিক,গোকুলকটা ।এর বৈজ্ঞানিক নাম হলো hygrophila auriculata

কুরেখাড়া দেড় দুই ফুট উচু হয়,আবার জায়গা হিসেবে ৩/৪ ফুটও উচু হতে দেখা যায় । কাঁটা ৬টি,১.৫-৩.৬ সেমি লম্বা এবং পর্বে ৮টি অবৃন্তক পাতা বিশিষ্ট ।

কুলেখারা পাতার উপকারিতা

১.কোমরে যদি বাত হয় তাহলে এই কুলেখাড়া পাতা খেলে অনেকটাই ভালো থাকবেন।

২.ঘুমের সমস্যা হলে সন্ধেবেলা ২-৪ চা চামচ কুলেখাড়ার শিকড়ের রস খান। উপকার পাবেন।

৩.পিত্তের থলিতে বা মূত্রাশয়ে পাথর হলে কূলে খাড়া বীজের গুঁড়ো ২ গ্রাম , ২৫০ মিলিলিটার জলের সঙ্গে মিশিয়ে খেলে প্রস্রাব করবার সময় কষ্ট দূর হয়। পাথুরির যন্ত্রনাও লাঘব হয়।

৪.মূত্রনালীর দোষ কুলেখাড়া প্রশমন করে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমান স্বাভাবিক রাখে। কোমরের বাতে এই শাক খুব ভাল কাজে দেয়। 

৫.কুলেখাড়া পাতা খেলে আপনার গ্যাস আমাশয় এইসব রোগ অনেকটা কমে যাবে

৬.কুলেখাড়া পাতাতে রয়েছে ভিটামিন এ ও আয়রণ।আপনার যদি ফিসটুলা রোগ হয়ে থাকে তবে কুলেখাড়া পাতা খেলে রোগটি কয়েকাদিনে রোগটি কমে যাবে।

৭.হারপিস হলে এই গাছের পাতা ও কাচা হলুদ একসঙ্গে বেটে লাগান। জ্বালা-যন্ত্রণা যেমন কমবে, ক্ষতও শুকিয়ে যাবে।

৮.শরীরের কোনও অংশ ফুলে উঠলে ১ টেবিল চামচ কুলেখাড়া পাতার রস গরম করে দিনে ২ বার খান। সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়েও খেতে পারে। আরাম পাবেন।

৯.কোনও কারণে কেটে গেলে, রক্তপাত হলে কুলেখাড়া পাতা থেঁতো করে কাটা জায়গায় চেপে বেঁধে দিন। রক্তপাত বন্ধ হয়ে যাবে, ক্ষতও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

১০.দীর্ঘ যৌন মিলন ? আলকুশি বীজগুঁড়ো ও কুলেখাড়া বীজগুঁড়ো করে গরম দুধের সঙ্গে মিশিয়ে নিয়মির রাতের বেলা খান।

১১.কুলেখাড়াতে ভিটামিনA, ভাল পরিমান আয়রন, উত্‍সেচক, স্টেরল থাকে।কুলেখাড়া মূত্র বৃদ্ধি করে দেহের শোথ বা ফোলা কমায়।

১২.কুলেখাড়া ফিসচুলায় ভাল কাজ দেয়।

১৩.রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া পাতার রস সেদ্ধ করে, ছেঁকে নিয়ে সেই জল খান। এক সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিনের সংখ্যা বৃদ্ধি পাবে। অথবা দিনে ২ বার ৪ চা চামচ কুলেখাড়া পাতার রস সামান্য গরম করে খান।

১৪.পেটের অসুখ মোকাবিলার মোক্ষম ওষুধ হল কুলেখাড়া শাক।

১৫.জ্বর, সর্দি ও ঠান্ডাতে কুলেখাড়া পাত ভালই কাজ দেয়।



বিয়ের মেকআপ করার পদ্ধতি - How to do wedding makeup
কুমড়োর বিচির উপকারিতা
গাঁজার নেশা থেকে মুক্তির উপায় - Ways to Get Rid of Cannabis Addiction
ত্বকের উজ্জ্বলতার উপায়
কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
ঘর থেকে টিকটিকি তাড়াবেন যেভাবে
গেমস আসক্তি থেকে মুক্তির উপায় - Games are the way to get rid of addiction
সজিনার উপকারিতা
জেনে নিন খালি পায়ে হাঁটলে কি কি উপকার হয়
আমলকির উপকারিতা