
তালমাখনা-Star Thorn
প্রচলিত নাম: কুলেখাড়া
ইউনানী নাম: তালমাখনা
ইংরেজি নাম: Star Thorn
বৈজ্ঞানিক নাম: Hygrophyla auriculata (Sch.) Heyne
বৈজ্ঞানিক পরিবার: Acanthaceae
পরিচিতিঃ
লতাগুল্ম জাতীয় বর্ষজীবী উদ্ভিদের বীজ। গাছও বেশ শক্ত। গাছ প্রায় ৫০ সেন্টিমিটার লম্বা হয়, তবে বেশির ভাগ গাছই ৩০ সেন্টিমিটারের মধ্যে থাকে। গাছের কাণ্ড শাখায়িত। কাণ্ডের প্রতিটি গিঁট থেকে পাতা আর কাঁটা বের হয়।কাঁটার রঙ হালকা হলদে বাদামি, পাতার রঙ তামাটে সবুজ। গিঁট থেকে বের হওয়া বাইরের দিকের পাতাগুলো হয় লম্বা আর ভেতরের দিকের পাতাগুলো হয় খাটো। পাতা আর কাঁটা উভয়ই ওপরের দিকে খাড়াভাবে থাকে। ফুলগুলোও ফোটে গিঁট থেকে।
এর পাতা শিকড় ও বীজ সবই উপকারী রাসায়নিক উপাদানে ভরপুর। যেমন-এলকালয়েড্স, ফাইটোস্টেরোল, ও সুগন্ধের তৈলাক্ত পদার্থ। আর আছে এনজাইম ডাইয়াসটেস ও লিপেস। ফলে এর রস প্রস্রাববর্ধক,মূত্রনালির নানা রকম রোগ্র উপকারী।এমনকি মূত্রনালির পাথর দূর করতেও বেশ সাহায্য করে থাকে।এ সব ছাড়াও জন্ডিস ও বাতজনিত রোগেও এর বীজের তেল বেশ কার্যকরী।
কোথায় পাওয়া যায়ঃ
বাংলাদেশের বিভিন্ন নিম্নভূমি অঞ্চলে যেখানে বছরের কিছু সময়ের জন্য পানি থাকে সেখানে পাওয়া যায়।
রোপনের সময় ও পদ্ধতিঃ
অগ্রহায়ন – পৌষ মাসে ফুল ও ফল হয়। বীজ থেকে চারা হয়।
ব্যবহার্য অংশঃ তালমাখনা বীজ ।
যৌবন শক্তি বৃদ্ধিতে তালমাখনার উপকারিতা :
এক গ্লাস দুধ এক সাথে মিশিয়ে প্রতিদিন একবার পান করুন। এতে আপনার বল বৃদ্ধি, যৌন ক্ষমতা বৃদ্ধি ,বীর্য গাঢ় ,দ্রুত বীর্যপাত রোধ,বীর্য উৎপাদন বৃদ্ধি এবং যৌন আগ্রহের উন্নতি ইত্যাদি উপকার হবে। তালমাখনার পরিমাণ বাড়াবেন না, বাড়ালে বদ হজম হতে পারে।
তালমাখানার কার্যকারিতা
শুক্রবর্ধক,
যৌনশক্তিবর্ধক,
বীর্য গাঢ়কারক ও স্বপ্নদোষ নিবারক
লিউকোরিয়া,
শুক্রমেহ,
যৌনদুর্বলতা ও স্নায়ুবিক দুর্বলতায় বিশেষ কার্যকর।
ডায়াবেটিসসহ যে কোনো কারণে যদি যৌনদুর্বলতা আসে তালমাখনা দিয়ে তৈরি ওষুধে তা দ্রুত দূর করা যায়।
তালমাখনার পাতা ও শাখার জোসান্দা লিভার এবং কিডনির প্রতিবন্ধকতা দূর করে।
এটি কোষ্ঠ পরিষ্কারক, মূত্র ও ঘর্ম প্রবাহক।
✓তালমাখনার পাতার প্রলেপ বাত ও সন্ধি ব্যথা উপশমে যথেষ্ট ভুমিকা রয়েছে।
খাওয়ার নিয়ম:
১-৩ গ্রাম কুসুম গরম দুধের সাথে প্রতিদিন রাতে খাওয়ার পর।
সাম্প্রতিক মন্তব্য
#মোঃ সিয়াম হোসেন
কত মাস খেতে হবে তালমাখনা , আমি কি রাতে পানির সাথে তালমাখনা পাউডার ভিজিয়ে সেটা কি সকালে খেতে পারি ? আমি এক ভাইয়ার কাছে শুনেছি যে দুধের সাথে তালমাখনা , তেঁতুলের পাউডার খেলে নাকি পেটে সমস্যা হয় এটা কি সত্যি?#mmdsaidulhaques@gmail.com
একগগ্লাস দুধের কয়চামচ তালমাখানা খেতে হবে