'ধর্ষণে'র শিকার প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, বিচার দাবিতে মানববন্ধন

বিয়ের প্রলোভন দেখিয়ে 'ধর্ষণ' করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের এক প্রতিবন্ধী কিশোরী। এ ঘটনার প্রতিবাদে ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


আজ বুধবার সকাল ১১টায় স্থানীয় একটি স্কুলের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাধু শ্রী বিমল চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা ওসমান গনি, শ্রী বেলী,শ্রী হৃদয়,মো. হেলাল হোসেন,ইদ্রিস আলীসহ অন্যরা।


বক্তারা অবিলম্বে ১৫ বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা রেকর্ড ও ধর্ষক জাকির প্রধানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে জাকির প্রধান ৭/৮ মাস আগে ওই কিশোরীকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপরই ঘটনাটি জানাজানি হয়ে যায়।


এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় গ্রামের সমাজপতিরা বিচারের নামে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকায় মামলা রেকর্ড হয়নি বলে জানায় ধর্ষিতার পরিবার।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পিপিএম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।