কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Department of Prison Job Circular 2023
কারাগার বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এটি রাজধানী ঢাকায় অবস্থিত। সরকারি এই অধিদপ্তরটি বাংলাদেশের জেলখানা নিরাপত্তা ও পরিচালনায় বিশেষভাবে নিযুক্ত ও বর্তমান অবধি কাজ করে যাচ্ছে। এটি বাংলাদেশ জেল-এর আওতাভুক্ত একটি বিভাগ। কারা অধিদপ্তরে ২টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ১০ আগস্ট ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারা অধিদপ্তর
১. পদের নাম: কারারক্ষী
পদসংখ্যা: ৩৫৫ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১ দশমিক ৬৭ মিটার, বুকের মাপ ৮১ দশমিক ২৮ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি।
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)
প্রার্থীর ধরন: পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
২. পদের নাম: কারারক্ষী (নারী)
পদসংখ্যা: ১৪ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১ দশমিক ৫৭ মিটার, বুকের মাপ ৭৬ দশমিক ৮১ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
প্রার্থীর ধরন: নারী
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
আরও পড়ুন: বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বয়স: ২০২৩ সালের ৩০ জুন ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ২১ বছর অতিক্রান্ত হয়নি, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদনের সূত্র: আগ্রহীরা prison.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
যেকোনো তথ্য ও কারিগরী সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার যোগাযোগ অথবা টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বর কল করা যেতে পারে।
আরও পড়ুন: খাগড়াছড়ি জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন ফি: অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শুরু তারিখ: আগামী ১১ জুলাই ২০২৩ খ্রিঃ
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৩ খ্রিঃ
কারা অধিদপ্তর নোটিশ বোর্ড,কারা অধিদপ্তর রেজাল্ট,কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,কারা অধিদপ্তরের মহাপরিচালক,কারা অধিদপ্তর নোটিশ বোর্ড ২০২৩,কারা অধিদপ্তর পদোন্নতি,কারা মহাপরিদর্শক,কারা অধিদপ্তর কর্মকর্তা,কারা প্রধানের নাম কি?কারারক্ষী সদর দপ্তর কোথায়?,কারারক্ষী নিয়োগ ২০২৩ রেজাল্ট,কারা অধিদপ্তর নোটিশ বোর্ড,কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি,কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,কারারক্ষী নিয়োগ পরীক্ষার ফলাফল,জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বাংলাদেশ জেল কারারক্ষী নিয়োগ ২০২২ pdf,কারারক্ষী লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩,What is the salary of a BD jail warder?Where is the headquarters of Bangladesh Prison?What is the slogan of the jail in Bangladesh?www.prison.gov.bd notice board,bangladesh jail circular 2023,www.prison.gov.bd apply online,jail police teletalk,jail police result 2023,jail police website,Where is the headquarters of Bangladesh Prison?Who is the head of the Bangladesh jail?What is the slogan of the jail in Bangladesh?What is the rank of jail super?fire service job circular 2023,jail police apply online,www.prison.gov.bd admit card,কারা অধিদপ্তর নোটিশ বোর্ড,www.prison.gov.bd apply online,www.prison.gov.bd result 2023,bangladesh jail website bodli,dig prisons,prison teletalk com bd,www.prison.gov.bd circular 2023,