World Food Programme Job Circular 2022
বিশ্ব খাদ্য কর্মসূচি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা। জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি লজিস্টিকস অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী ১০ মার্চ ২০২২খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে
পদের নাম: লজিস্টিকস অফিসার (অপারেশনস)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৮ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ১২ মাসের চুক্তি
কর্মস্থল: কক্সবাজার
বেতন স্কেল: ২ লাখ ৭ হাজার ২৫৩
আবেদনের সূত্র: আগ্রহীরা career5.successfactors.eu এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২২খ্রিঃ
বিশ্ব খাদ্য সংস্থার প্রধান,বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায়,বিশ্ব খাদ্য কর্মসূচি শুভেচ্ছা দূত,wfp bangladesh job circular 2022,wfp job circular 2021,world food programme wfp vacancy announcements,world food programme afghanistan,world food programme south africa
সাম্প্রতিক মন্তব্য
#SHAHID AHMED
I want driving job in WFP#ইব্রাহিম খলিল
আমি একজন প্রফেশনাল ড্রাইভার, আমার সব ধরণে যোগ্যতা আছে WFP তে চাকুরির করার জন্য, তাই একটা ড্রাইভার পদে চাকরি চাই দয়া করে।