
ইউএস- বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2023
US Bangla airlines Job Circular 2023
ইউএস বাংলা এয়ারলাইন্স, দেশের একমাত্র প্রিমিয়ার এয়ারলাইন্সে ‘এক্সিকিউটিভ’ পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ২১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
বিভাগের নাম: রেভিনিউ ম্যানেজমেন্ট
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/ব্যাংকিং)
অভিজ্ঞতা: ০১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: ৩০,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থী: নারী-পুরুষ
বয়স: ২৭ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের সূত্র: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ
বিভাগের নাম: নেটওয়ার্ক অ্যান্ড সুরভেলিয়েন্স
পদের নাম: আইটি এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইইই/ইসিই/আইটি)
অভিজ্ঞতা: ০১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থী: নারী-পুরুষ
বয়স: ২৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের সূত্র: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ
সাম্প্রতিক মন্তব্য
#রাম চন্দ্র পাল
চাকরি আবেদন কি ভাবে করবো#মোঃ এরশাদ আলী
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,আল্লাহর অশেষ রহমতে , আমি একজন রেগুলার স্টুডেন্ট আমার একটা চাকরি খুব প্রয়োজন চাকরিটা পেলে আমার জন্য অনেক উপকার হত, আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করতেছি , একটা কথা না বললেই নয়,পাশাপাশি ইলেকট্রিক কাজ আমার জানা আছে ,আমার চলাফেরাটা একটু হিমশিম লেখাপড়াটা নিয়ে , চাকরিটা পেলে আমার খুবই উপকার হত , এই যে বিনীত নিবেদন , আমি আপনার প্রতিষ্ঠানে একটা চাকরির জন্য দরখাস্ত করলাম মহোদয়ের কাছে আমার ওকুল আবেদন ।#শিপন মন্ডল
আমি কাজ করতে আগ্রহী, ইউ এস বাংলা এয়ারলাইন্স এর,সিকিউরিটি অথবা লোডার এর কাজে। আমি এইচ এস সি পাশ,দয়া করে জানাবেন🙏🙏#Faysal Miah
Sir,I have graduated,I have worked for 2 years along with study’s,now I really need your job,so you will do me a favour with the job,thank you sir