গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Department of Public Library (DPL) Job Circular 2022
গণগ্রন্থাগার অধিদপ্তর বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত একটি বিভাগ। এটি বাংলাদেশের সরকারি মালিকানাধীন পাবলিক লাইব্রেরিগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। গণগ্রন্থাগার অধিদপ্তরে পরামর্শক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই ২০২২খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গণগ্রন্থাগার অধিদপ্তর
পদের নাম: পরামর্শক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ১০ বছর
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে
আবেদন সূত্র: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি: প্রকল্প পরিচালক, সরকারি গণগ্রন্থাসমূহের অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা বরাবর ১০০০ টাকা ব্যাংক ড্রাফট করে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, সরকারি গণগ্রন্থাসমূহের অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা ।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২২ খ্রিঃ
New BD Govt Job Circular,DPL Job Circular Teletalk Apply,Department of Archives and Library NANL Job Circular,Department of Public Libraries (DPL) Exam Result 2022,librarian job circular 2022,librarian circular,librarian jobs in dhaka,department of library,jobs in library,public library job,national public library,central public library,Sufia Kamal National Public Library,গ্রন্থাগার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর,পাবলিক লাইব্রেরী,Enothi