Bangladesh Navy Commissioned Officer Recruitment Circular 2024
বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌযুদ্ধ শাখা যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মা২) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৪ বি ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ১০ জানুয়ানি ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: কমিশন্ড অফিসার
ব্যাচের নাম: ২০২৪ বি ডিইও ব্যাচ
শাখা: শিক্ষা শাখা (বিবিধ বিষয়),শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার),শিক্ষা শাখা (মেডিকেল)
১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) – পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) ইংরেজি (২) পদার্থ (৩) রসায়ন (৪) গণযোগাযোগ ও সাংবাদিকতা
খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার
খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
৩। শিক্ষা শাখা (মেডিকেল) – পুরুষ।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-ছেলে) প্রাপ্ত হতে হবে।
খ। চেম্বার টেস্ট: প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।
বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং এমওডিসি (নৌ) পদে ১৭-২২ বছর।
শারীরিক মান (ন্যূনতম)।
উপযুক্ততা | পুরুষ | মহিলা |
উচ্চতা | ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”) | ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”) |
বুকের মাপ | স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) , সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২) | স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮), সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০) |
ওজন | ৫০ কেজি | ৪৭ কেজি |
পশ্চাৎ প্রবীণতা: বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।
আবেদনের সূত্র: আগ্রহীরা joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদনের শুরু তারিখ : ২৫ অক্টোবর ২০২৩
আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ানি ২০২৪ খ্রিঃ
বিস্তারিত জানতে:
এই ঠিকানায়-পরিচালক, পারসোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫। মুঠোফোন নম্বর: ০১৭৬৯-৭০২২১৫।
১. ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) পাস। বিজ্ঞান বিভাগে জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. মেডিকেল-পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস। জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
৩. পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) (পুরুষ), রাইটার ও স্টোর-পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.৫০ সহ এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) পাস। কুক ও স্টুয়ার্ড এর ক্ষেত্রে নূন্যতম জিপিএ ২.৫০ সহ এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) পাস।
৪.টোপাস-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা
সিম্যান-পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি
পেট্রলম্যান-পুরুষ: উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি
অন্যান্য শাখার (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস):
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
মহিলা: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
এমওডিসি (নৌ)-পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি
বুকের মাপ:
পুরুষ: স্বাভাবিক ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে।
মহিলা: স্বাভাবিক ২৮ থেকে ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।
চোখের দৃষ্টি: ৬/৬
সাঁতার: অবশ্যই জানতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা
শাখার নাম | শিক্ষাগত যোগ্যতা |
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) | এসএসসি (বিজ্ঞান) |
মেডিকেল | এসএসসি (বিজ্ঞান) |
পেট্রোলম্যন, রাইটার, ষ্টোর ও এমওডিসি (নৌ) | এসএসসি (বিজ্ঞান) |
কুক ও স্টুয়ার্ড | এসএসসি (বিজ্ঞান) |
টোপাস | ৮ম শ্রেণী |
শারীরিক যোগ্যতা
শাখা | উচ্চতা | বুকের মাপ | ওজন |
সিম্যান | ৫ ফুট ৬ ইঞ্চি | বয়স ও উচ্চতা অনুযায়ী | |
পেট্রোলম্যান | ৫ ফুট ৮ ইঞ্চি | ৩০ থেকে ৩২ ইঞ্চি | বয়স ও উচ্চতা অনুযায়ী |
অন্যান্য শাখা | ৫ ফুট ৪ ইঞ্চি | বয়স ও উচ্চতা অনুযায়ী | |
এমওডিসি(নৌ) | ৫ ফুট ৬ ইঞ্চি | বয়স ও উচ্চতা অনুযায়ী |
১. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা -পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স: ১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর
২. সাপ্লাই শাখা -পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ, সিজিপিএ–৩
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স: ১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।
৩. শিক্ষা শাখা -পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও মাস্টার্স। সিজিপিএ–৩
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/ বিবাহিত
বয়স: ১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
৪. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) -পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/ বিবাহিত
বয়স: ১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন: ৫০ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি
মহিলা: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
ওজন: ৪৭ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি
আবেদন ফি: ৭০০ টাকা
আবেদনের সূত্র: আগ্রহীরা www.joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৩ খ্রিঃ
bangladesh air force job circular 2024,bangladesh navy officer cadet circular 2024,bangladesh navy sailor circular 2024,bangladesh navy civil job circular 2024,bangladesh navy civil job circular 2024,bangladesh navy nabik circular 2024,bangladesh navy diploma circular,bangladesh navy sailor circular 2024,বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার 2024,বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪,পুরুষ,বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪ ২য় গ্রুপ,নৌবাহিনী অফিসার পদে নিয়োগ ২০২৪,join bangladesh navy job circular 2024,www navy mil bd jobs circular 2024,www joinnavy navy mil bd circular 2024,navy sailor job circular 2024,bangladesh navy modc job circular 2024,bangladesh navy job circular 2024 nabik,navy nabik job circular 2024,bangladesh navy nabik circular 2024,নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2024 pdf,বাংলাদেশ নৌবাহিনী আবেদন,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার সিভিল,নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৪ সার্কুলার,বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম,Bangladesh navy sailor and modc job circular 2024,Bangladesh Navy Sailors and MODC (Navy) job Circular 2024,bangladesh navy Commissioned Officer job circular 2024,Navy Sailors and MODC (Navy) Admission A-2024 Batch Job Circular 2024,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এমওডিসি,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার,ডিই/ইউসি এর কাজ কি,নাবিক সার্কুলার,বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪,এমওডিসি নিয়োগ ২০২৪ সার্কুলার,এমওডিসি নৌ মানে কি,নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2024,নৌবাহিনীর নাবিক এর বেতন কত,বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,নাবিক সার্কুলার,নৌবাহিনীর চাকরির মেয়াদ কত বছর,বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৪,ডিই/ইউসি এর কাজ কি,
সাম্প্রতিক মন্তব্য
#Sazzadul Islam
অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন । তবে কনটেন্ট গুলো এর একটু গুছিয়ে উপস্থাপন করলে আরো বেশি হেল্পফুল হতো ।