
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Bangladesh Shipping Corporation BSC Job Circular 2023 www.bsc.gov.bd
বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ‘২টি’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ২৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিপিং কর্পোরেশন
১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (জাহাজ মেরামত)
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর) এবং ওই সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
বয়স: ২৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর।
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন)
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক) এবং ওই সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।
বয়স: ২৯ অক্টোবর সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
আবেদনের সূত্র: আগ্রহীরা job.bsc.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ ২০২০,বাংলাদেশ শিপিং কর্পোরেশন রেজাল্ট,Bangladesh Shipping Corporation (BSC) Job Circular 2020,BSC Job Circular 2020, Shipping Corporation Job Circular 2020, http://bsc.teletalk.com.bd/, https://bsc.portal.gov.bd/, www.bsc.gov.bd job,Bangladesh Shipping Corporation (BSC) Job Circular 2020ejobscircular.com,Bangladesh Shipping Corporation (BSC) published New job vacancy Notice at www.bsc.gov.bd BSC Job Circular offer New vacancy in this post,বাংলাদেশ শিপিং কর্পোরেশন এ বিভিন্ন পদে নিয়োগ,বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বেতন,বাংলাদেশ শিপিং কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়,শিপিং কর্পোরেশন নিয়োগ ২০২০
আপনার মতামত লিখুন