বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Bangladesh Submarine Cable Company Limited (BSCCL) Job circular 2024
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (সংক্ষেপেঃ বিএসসিসিএল) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাংলাদেশের একটি মূল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা। এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল অপারেটর। সেই সাথে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আই আই জি), এবং ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আই এস পি) লাইসেন্স ধারী।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে (বিএসসিসিএল) ০২টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)
পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
পদসংখ্যা: ১ টি
বেতন স্কেল: কোম্পানির বেতন গ্রেড–১ অনুযায়ী (সাকল্যে বেতন ২ লাখ ৯১ হাজার টাকা এবং কোম্পানির চাকরিবিধি মোতাবেক অন্য সুবিধা)।
বয়স: সর্বনিম্ন ৫২ বছর, সর্বোচ্চ ৬০ বছর।
আরও পড়ুন: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বিএসসি–ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশনস) ডিগ্রিধারী। এমএসসি/এমএস/পিএইচডি/এমবিএ ডিগ্রিধারী। প্রশাসনিক কাজে ১০ বছরসহ টেলিকম ক্ষেত্রে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা। সাবমেরিন কেব্ল সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা/জ্ঞানসম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণকে সাদা কাগজে পদের নাম উল্লেখপূর্বক চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বিএসসিপিএলসি বরাবর আবেদন করতে হবে এবং আবেদন পত্রটি আগামী ১১/০১/২০১৪ খ্রি. তারিখ অপরাহ্ ৪:০০ ঘটিকার মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি), রহমান’স রেগনাম সেন্টার (৮ম তলা), ১৯১/১, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮ ঠিকানায় প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সম্প্রতি তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য সনদের ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদসংখ্যা: ৩ টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/সিএসই/কম্পিউটার/টেলিকমিউনিকেশন্স) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৩.৫, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে ৩.০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ২.৭৫ (৪–এর স্কেলে)–এর নিচে জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫৮,০৭৫ টাকা (গ্রেড–৬)
২. পদের নাম: উপসহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদসংখ্যা: ৪ টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/সিএসই/টেলিকমিউনিকেশন্স) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৩.০, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে ২.৫ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ২.৭৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ২.৫০ (৪-এর স্কেলে)–এর নিচে জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৪৫,১৭৫ টাকা (গ্রেড-৭)
কর্মস্থল: ঢাকা
বয়স: ২৭ জুলাই ২০২৩ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের সূত্র: আগ্রহীরা bsccl.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ
BSCCL Job Circular & Apply Process 2024- www.bsccl.com,Bangladesh submarine cable company limited,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড,বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়,Submarine cable Map,Bangladesh submarine cable map,bsccl job circular pdf,What is the name of Bangladesh submarine cable company?What is the capacity of the Bsccl?What is the capacity of Bangladesh submarine cable?Which year Bangladesh connected with submarine cable?bsccl salary scale,bsccl management,btlc project job circular,bd job,bangladesh satellite company job circular,submarine cable map bangladesh,bsccl job circular,bsccl tender,bsccl notice,bsccl share price,bsccl dse,bsccl career,bsccl organogram,bsccl board of directors,বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের নাম কিবাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় কত সালে?দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?,বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কয়টি,১ম সাবমেরিন ক্যাবল বাংলাদেশ,বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়,তৃতীয় সাবমেরিন ক্যাবল স্টেশন কোথায় হবে,বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি,৩য় সাবমেরিন ক্যাবল বাংলাদেশ,সাবমেরিন ক্যাবল অনুচ্ছেদ,অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,উপজেলায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,govt job circular 2024,bangladesh police job circular 2024,nou bahini job circular 2024,bd job circular today,job circular bd,job circular 2024,government job circular,private job circular 2024,জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,সরকারি চাকরির খবর ২০২৪