বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Bangladesh Air Force Officer Cadet Job Circular 2024

Bangladesh Air Force (BAFA) Officer Cadet job Circular 2024

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ বিমান বাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ২৪ এপ্রিল,২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

কোর্সের নাম: ৯১তম বিএএফএ কোর্স

দের নাম: অফিসার ক্যাডেট

শাখা: জিডি(পি)

শিক্ষাগত যোগ্যতা: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

শাখা: ইঞ্জিনিয়ারিং

শিক্ষাগত যোগ্যতা: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত  নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ,রসায়ন ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ,রসায়ন ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ,রসায়ন ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

শাখা: লজিস্টিক/এটিসি/ এডিডব্লিউসি

শিক্ষাগত যোগ্যতা: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

লজিস্টিক/এটিসি/ এডিডব্লিউসি প্রাথীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

শাখা: এডমিন

শিক্ষাগত যোগ্যতা: উভয় পরীক্ষায় যে কোন শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। অথবা ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে ২টি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড বি

নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত / বিবাহিত। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।

বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (১৯ ডিসেম্বর ২০২৪), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় ৷

শারীরিক যোগ্যতা

উপযুক্ততা
পুরুষ
মহিলা
উচ্চতা
কমপক্ষে ৬৪ ইঞ্চি
কমপক্ষে ৬২ ইঞ্চি
ওজন
বয়স ও উচ্চতানুযায়ী
বয়স ও উচ্চতানুযায়ী
বুকের মাপ
স্বাভাবিক কমপক্ষে ৩২ ইঞ্চি,প্রসারণ ২ ইঞ্চি
স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি,প্রসারণঃ ২ ইঞ্চি
চোখ
জিডি(পি)-৬/৬, এটিসি এডিডব্লিউসি-৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও এডমিন-৬/৬০ পর্যন্ত।

বেতন স্কেল: ১০,৫০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)

অযোগ্যতা

১.সেনা, নৌ, বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ।

২.আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিনড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত।

৩.যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ।

৪.সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে না।

৫.প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার আগে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষার তারিখের মধ্যে জিডি (পি) শাখায় ন্যূনতম এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে।

প্রশিক্ষণ ও কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন পাওয়ার পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। এ ছাড়া বর্তমান বা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

নির্বাচনপদ্ধতি

প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধু ফিন্যান্স শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি) ও ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ।

আবেদনের সূত্র: আগ্রহীরা joinairforce.baf.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সম্ভাব্য যোগদানের তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ

আবেদন শুরু তারিখ: ০১ মে ২০২৩ খ্রিঃ

আবেদন শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ




কোর্সের নাম: ৯০তম বিএএফএ কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা: 

শাখা:

জিডি (পি): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

এই শাখার প্রার্থীদের এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

ফিন্যান্স: উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত/ হিসাব বিজ্ঞানে নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে গণিত / হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে গণিত / হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে ২টি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড বি।

বয়স: ২৪ জুন ২০২৪ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২২ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।

নাগরিকত্ব: বাংলাদেশি।

শারীরিক যোগ্যতা

পুরুষ:

উচ্চতা: কমপক্ষে ৬৪ ইঞ্চি।

বুকের মাপ: ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।

নারী: 

উচ্চতা: জিডি (পি) ৬৪ ইঞ্চি, অন্যান্য-কমপক্ষে ৬২ ইঞ্চি।

বুকের মাপ: ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।

চোখের মাপ: জিডি (পি)- ৬/৬,এটিসি/এডিডব্লিউসি- ৬/১২,এবং ফিন্যান্স- ৬/৬০ পর্যন্ত।

চাকরি: স্থায়ী

প্রার্থী: নারী-পুরুষ

বেতন স্কেল: ১০,৫০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)

অযোগ্যতা

১.সেনা, নৌ, বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ।

২.আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিনড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত।

৩.যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ।

৪.সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে না।

৫.প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার আগে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষার তারিখের মধ্যে জিডি (পি) শাখায় ন্যূনতম এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে।

প্রশিক্ষণ ও কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন পাওয়ার পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। এ ছাড়া বর্তমান বা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

নির্বাচনপদ্ধতি

প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধু ফিন্যান্স শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি) ও ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ।

আবেদনের সূত্র: আগ্রহীরা www.joinairforce.baf.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সম্ভাব্য যোগদানের তারিখ: ২৪ জুন ২০২৪ খ্রিঃ

আবেদন শুরু তারিখ: ০১ নভেম্বর ২০২৩ খ্রিঃ

আবেদন শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ



bangladesh air force eurofighter typhoon,join bangladesh air force civil,www.baf.mil.bd login,joinairforce.baf.mil.bd circular,air force apply,bangladesh air force admit card,join baf,bafa officer cadet circular,army officer cadet salary,describe cadet captain rank,army cadet officer ranks,what is an officer cadet,acf cadet ranks,cadet officer ranks,saf cadet ranks,bdf officer cadet salary,Bangladesh Air Force Job Circular 2024,join bangladesh air force,air force apply,join bangladesh air force civil,bangladesh air force admit card,www baf mil bd login,bangladesh air force rank,https joinairforce baf mil bd pdf 47,bangladesh air force circular 2024,govt job circular 2024,bangladesh police job circular 2024,nou bahini job circular 2024,bd job circular today,job circular bd,job circular 2024,government job circular,private job circular 2024,জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,সরকারি চাকরির খবর ২০২৪

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০২ এপ্রিল ২০২৪
ডিবিএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Bangladesh Coast Guard Job ২০২৪
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৪
বিশ্ব ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-World Bank Bangladesh Job Circular 2024
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৪
ঢাকা (পূর্ব) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-PUST Job Circular 2024
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ২০২৪
কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪