
Bangladesh Air Force (BAFA) Officer Cadet job Circular 2023
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৮৯তম বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা:
শাখা:
জিডি (পি): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।
ইঞ্জিনিয়ারিং: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ,রসায়ন ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ,রসায়ন ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।
লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।
ফিন্যান্স: উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত/ হিসাব বিজ্ঞানে নূন্যতম লেটার ‘এ’ গ্রেড থাকতে হবে। অথবা ও লেভেলে গণিত / হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে গণিত / হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে ২টি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড বি।
বয়স: ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২২ বছর
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা
নাগরিকত্ব: বাংলাদেশি
শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
দৃষ্টিশক্তি: জিডি (পি) ৬/৬,এটিসি ও এডিডব্লিউসি-৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং,লজিস্টিক ও ফিন্যান্স-৬/৬০ পর্যন্ত।
চাকরি: স্থায়ী
প্রার্থী: নারী-পুরুষ
বেতন স্কেল: ১০,০০০ টাকা
আবেদনের সূত্র: আগ্রহীরা joinairforce.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ
সম্ভাব্য তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ
সূত্র: ইত্তেফাক, ০১ মে ২০২৩ খ্রিঃ ও প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ 2022,বিমান সেনা নিয়োগ ২০২৩ সার্কুলার,বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ 2023,বিমান বাহিনী নিয়োগ 2023,বিমান বাহিনী সিভিল নিয়োগ 2023,বিমান বাহিনী সৈনিক নিয়োগ 2023,Apply 88 BAFA Officer Cadet 2023 ,বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার,বিমান বাহিনী নিয়োগ 2023 সার্কুলার,বিমান বাহিনী নিয়োগ 2023 এমওডিসি,বিমান বাহিনী নিয়োগ 2023 আবেদন ফরম,বিমান বাহিনী নিয়োগ 2023 ssc,বিমান বাহিনী নিয়োগ 2023 বেসামরিক,bangladesh air force circular 2023,join bangladesh air force,bafa circular,87 bafa circular,88 bafa circular,www baf mil bd login,join bangladesh air force civil,air force apply,join bangladesh air force,bangladesh air force circular,bangladesh air force aircraft,bangladesh air force rank,bangladesh air force fighter jets,bangladesh air force eurofighter typhoon,join bangladesh air force civil,www.baf.mil.bd login,joinairforce.baf.mil.bd circular,air force apply,bangladesh air force admit card,join baf,bafa officer cadet circular,army officer cadet salary,describe cadet captain rank,army cadet officer ranks,what is an officer cadet,acf cadet ranks,cadet officer ranks,saf cadet ranks,bdf officer cadet salary,Bangladesh Air Force Job Circular 2023,join bangladesh air force,air force apply,join bangladesh air force civil,bangladesh air force admit card,www baf mil bd login,bangladesh air force rank,https joinairforce baf mil bd pdf 47,bangladesh air force circular 2022,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,উপজেলায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,govt job circular 2023,bangladesh police job circular 2023,nou bahini job circular 2023,bd job circular today,job circular bd,job circular 2023,government job circular,private job circular 2023,জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,সরকারি চাকরির খবর ২০২৩
আপনার মতামত লিখুন