নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাচ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Navy Officer Cadet Batch Job Circular 2024

Navy Officer Cadet Batch Job Circular 2024

নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাচ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌযুদ্ধ শাখা যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মা২) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-এ অফিসার ক্যাডেট ব্যাচে ‘যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ৩১ মার্চ ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: ২০২৫-এ অফিসার ক্যাডেট ব্যাচ

পদের নাম: যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার

পদ সংখ্যা: অনির্দিষ্ট

বয়স: ০১ জানুয়ারি ২০২৫ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীর জন্য ১৮-২৩ বছর।

শারীরিক মান (ন্যূনতম)।

উপযুক্ততা
পুরুষ
মহিলা
উচ্চতা
১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”)
বুকের মাপ
স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) , সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২)
স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮), সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০)
ওজন
৫০ কেজি
৪৭ কেজি

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)।

ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ । উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভূক্ত থাকতে হবে।

অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

খ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ । উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভূক্ত থাকতে হবে।

২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

আবেদন ফি: প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। 

আবেদনের সূত্র: আগ্রহীরা www.joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৪ খ্রিঃ


আরো পড়ুন:  নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

bangladesh air force job circular 2024,bangladesh navy officer cadet circular 2024,bangladesh navy sailor circular 2024,bangladesh navy civil job circular 2024,bangladesh navy civil job circular 2024,bangladesh navy nabik circular 2024,bangladesh navy diploma circular,bangladesh navy sailor circular 2024,বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার 2024,বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪,পুরুষ,বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৪,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪ ২য় গ্রুপ,নৌবাহিনী অফিসার পদে নিয়োগ ২০২৪,join bangladesh navy job circular 2024,www navy mil bd jobs circular 2024,www joinnavy navy mil bd circular 2024,navy sailor job circular 2024,bangladesh navy modc job circular 2024,bangladesh navy job circular 2024 nabik,navy nabik job circular 2024,bangladesh navy nabik circular 2024,নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2024 pdf,বাংলাদেশ নৌবাহিনী আবেদন,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার সিভিল,নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৪ সার্কুলার,বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম,Bangladesh navy sailor and modc job circular 2024,Bangladesh Navy Sailors and MODC (Navy) job Circular 2024,bangladesh navy Commissioned Officer job circular 2024,Navy Sailors and MODC (Navy) Admission A-2024 Batch Job Circular 2024,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এমওডিসি,নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার,ডিই/ইউসি এর কাজ কি,নাবিক সার্কুলার,বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪,এমওডিসি নিয়োগ ২০২৪ সার্কুলার,এমওডিসি নৌ মানে কি,নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2024,নৌবাহিনীর নাবিক এর বেতন কত,বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,নাবিক সার্কুলার,নৌবাহিনীর চাকরির মেয়াদ কত বছর,বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৪,ডিই/ইউসি এর কাজ কি,

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ ২০২৪
ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিয়োগ ২০২৪
বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২৪
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২৪
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Bureau of Mineral Development job ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
জাতীয় মানবাধিকার কমিশন নিয়োগ ২০২৪