Singer: Hujaifa Islam
Lyric: Sohel Rana Ashiq
Tune: Muhammad Badruzzaman
Sound Design: Mahfuzul Alam
Record Label: Holy Tune Studio
Vulte Parina Ma Lyrics ভুলতে পারিনা মা
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন
কতো রাত কেটে যায় মমতাহীন । ২
তোমার স্মৃতীগুলো খোঁজে ফিরি মাগো । ২
আশা ভালোবাসা ছিল তুলনা বিহীন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন
কতো আশা ছিল বুকে তুমি ছিলে তাই
হারিয়ে গেলে কোথায় করে অসহায় । ২
কতনা আপন তুমি ছিলে প্রিয় মাগো ।
স্নেহ মাখা ছিল এই বুকের জমিন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন
মনে পরে তোমাকে যে আছো আখিঁ নীড়ে
বুকে আশা তুমি মাগো আসবে যে ফিরে । ২
ভুলতে পারিনা আমি তোমাকে মাগো ।
কিছু স্মৃতি আছে যে চিরো অমলিন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন
কতো রাত কেটে যায় মমতাহীন ।
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন