Singer: Hujaifa Islam

Lyric: Sohel Rana Ashiq

Tune: Muhammad Badruzzaman

Sound Design: Mahfuzul Alam

Record Label: Holy Tune Studio


Vulte Parina Ma Lyrics ভুলতে পারিনা মা


প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন

কতো রাত কেটে যায় মমতাহীন । ২


তোমার স্মৃতীগুলো খোঁজে ফিরি মাগো । ২


আশা ভালোবাসা ছিল তুলনা বিহীন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন

কতো আশা ছিল বুকে তুমি ছিলে তাই


হারিয়ে গেলে কোথায় করে অসহায় । ২


কতনা আপন তুমি ছিলে প্রিয় মাগো ।

স্নেহ মাখা ছিল এই বুকের জমিন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন

মনে পরে তোমাকে যে আছো আখিঁ নীড়ে


বুকে আশা তুমি মাগো আসবে যে ফিরে । ২


ভুলতে পারিনা আমি তোমাকে মাগো ।

কিছু স্মৃতি আছে যে চিরো অমলিন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন

কতো রাত কেটে যায় মমতাহীন ।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন

জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায় লিরিক্স-jolse agun a buk jhure lyrics
মাধবীলতা, মাধবীলতা কোথায় পেলে এই ঢং - মাধবীলতা । জাইমা নূর
আসল কুরবানী কোনটি?-Asol qurbani Konti
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি
তুমি আছো হৃদয়ের গভীরে লিরিক্স । Tumi Acho Ridoyer Govire Lyrics
রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি যদি নামে দুচোখ বেয়ে বেয়ে - Khoma | ক্ষমা | Jaima Noor | জাইমা নূর
আমার প্রিয় বাবা আমি লিরিক্স-Notun Chader Hasi Lyrics
সিয়ামের দিন হোক কিয়ামের রাত লিরিক্স-Siyamer din hok kiamater rat
তাহাজ্জুদের গজল - জায়নামাজ | Jaynamaz - Kalarab | Official Islamic Video
মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল