New Official Video 2023

Holy Tune presents Islamic Song : ভালোবাসার নামে এ কেমন দিবস | Valobashar Name E Kemon Dibosh | Kalarab | Holy Tune | Tawhid Jamil    


Song : Valobashar Name E Kemon Dibosh

Singer : Tawhid Jamil, Salman Sadi, Hasan Mahdi

Lyric : Hossain Noor

Tune : Tawhid Jamil

Record Label : Holy Tune Studio

Video Edit & Colour : Tawhid Jamil

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Valobashar Name E Kemon Dibosh Gojol Lyrics In Bengali


ভালোবাসার নামে কেমন দিবস

যেথায় ঘিরে থাকে আঁধারে নিকোষ

ধোকা বাজি ছলনায় ভাঙ্গে বিশ্বাস

পরিণামে ধর্ষণ কেউ দেয় ফাঁশ

জীবনের করিডরে আসে না ভোর


এলোমেলো হয়ে যায় মনের শহর

ভিনদেশী সংস্কৃতি আক্রে ধরে

ভুল পথে কাটে ক্ষনে মহের ঘড়ে

ফুল ভেবে পেতে হয়, ব্যাথার কাটা

নেক পথ চেয়ে থাকে হয় না হাটা।


সমাজে ধেয়ে আসে পাপেরি নহর

এলোমেলো হয়ে যায় মনের শহর

রঙ্গিন এ দোনিয়ার চসমার ফ্রেমে

গোনাহের বাড়ি ধরে আসে নেমে


গাপেল রিদয় হায় বোঝে না কিছু

মরিচিকার পথে নিয়ে পিছু

বেলা শেষে ডুবে তাই চোখেরি প্রহড়

এলোমেলো হয়ে যায় মনের শহর


দিবশের বেড়াজাল ভেঙ্গেচুরে

ভালোবাসা হোক সারা বছর জুরে

মা বাবা ভাই বোন বন্ধু স্বজন

পবিত্রতায় হোক প্রেম আলাপন


ভুল পথে কভু খুললে প্রেমের দোর

এলোমেলো হয়ে যায় মনের শহর

এলোমেলো হয়ে যায় মনের শহর

Holy Tune