শবেবরাতের সবচেয়ে সেরা নতুন গজল | Baby Najnin | উঠে চাঁদ আকাশে | New Shab-E-Barat Gojol 2022
Title : Uthe Chand Akashe
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
উঠে চাঁদ আকাশে বলে হেসে হেসে
কলমা তরীতে ভেসে হুর পরীদের দেশে
কে যাবি আই তোরা আই খুলতে বরাত
সবেবরাত এলো সবেবরাত
হার মোমীনের খুলে যাবে কিস্মাত
বান্দা খাতাকার পাপী গোনাহগার
মুক্তি কি পাবে ময়দানে ম্যাহশার
হাজার রাতের নফল ইবাদাতের দাম
এক রাতেই দিয়ে দেয় আল্লা পাক মহান
রক্ষা হবে বান্দার আব্রু ও ইজ্জাত
এক লাখ ২৪হাজারো পয়গম্বর
পাইনা তাদের উম্মাত এমন পুরস্কার
আল্লা নবীর প্রেমে সদা মেহেরবান
তাই তার উম্মাতদেরকে দিলেন আলা সান
নবীকে দিলেন কাওসার সাফায়াত
বছরে পাঁচটি রাত দিয়েছেন আল্লা
বান্দা ভরে নাও তোমার নেকির পাল্লা
এস এম নজরুল তোমার যা চায় চেয়ে নাও
নিজে করো আর অন্যদের বলে দাও
বেবী নাজনীন যেন পাই হেদায়াত