তুমি রহমান | Tumi Rahoman Gojol Husain Adnan & Shafin Ahmad

দ্বীপ নিভা রাতে আলো জলো ভুভনে

ভালোবাসো মরে তাই-১

‘মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না’-১

তোমার রহম ছাড়া কিছু্‌,, নাই …

‘রহমান, তুমি রহমান

রহমান, তুমি রহমান’-১


হো….হো….হো….হো….


হাটু গেরে লাজ দুহাতে

বেচে থাকা জীবনের পানে

শুধু তোমার রহম চাই,

হে আমার প্রভু,

করি তোমার বন্দনা তাই,

কখনো জেনেশুনে করেছি এ ভুল বুঝে

তবু মরে দিয়ো ঠাই,

পাপেরও মহোরায় জীবন

বয়ে যায় অবনত করে, স্বীর তাই


‘মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না’-১

তোমার রহম ছাড়া কিছু্‌,, নাই …

‘রহমান, তুমি রহমান

রহমান, তুমি রহমান’-১


হো….হো….হো….হো….


ক্ষমা কর তুমি আমারে

রহম ঢেলে দাও দু হাতে

জীবনের এই পথটাই

হে আমার প্রভু,

করি তোমার বন্দনা তাই,

আমার আকাশে আলো নিভে জ্বলে

সুখ তারা কিছুই নাই,

অনুতাপের রিদয়ে হাত দুটি বাড়িয়ে

ক্ষমা কর মরে তাই।


‘মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না’-১

তোমার রহম ছাড়া কিছু্‌,, নাই …

‘রহমান, তুমি রহমান

রহমান, তুমি রহমান’-১

খোদার কথা মেনে নিলে মন ভালো হয় লিরিক্স-Khodar Kotha Gojol Lyrics Abu Ubayda
নতুন ইসলামী সংগীত । Ami Chaina Bachte - Kalarab । Abu Rayhan And Mahfuzul Alam
আমার মায়ের কথা পড়লে মনে | Amar Mayer Kotha | Jaima Noor
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
ভুলতে পারিনা বলতে পারিনা- Vulte Parina bolte parina
বাংলা নাতে রাসুল সাঃ । Chokher Jole । চোখের জলে
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics
তোমাদের কাছে এসেছি আমি দূরের কন্ঠস্বর - জাইমা নূর । Tomader Kache Eshechi । Jaima Noor
আপন কেউ তো নয়- Apon Keu To Noi
পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স