তুমি রহমান | Tumi Rahoman Gojol Husain Adnan & Shafin Ahmad
দ্বীপ নিভা রাতে আলো জলো ভুভনে
ভালোবাসো মরে তাই-১
‘মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না’-১
তোমার রহম ছাড়া কিছু্,, নাই …
‘রহমান, তুমি রহমান
রহমান, তুমি রহমান’-১
হো….হো….হো….হো….
হাটু গেরে লাজ দুহাতে
বেচে থাকা জীবনের পানে
শুধু তোমার রহম চাই,
হে আমার প্রভু,
করি তোমার বন্দনা তাই,
কখনো জেনেশুনে করেছি এ ভুল বুঝে
তবু মরে দিয়ো ঠাই,
পাপেরও মহোরায় জীবন
বয়ে যায় অবনত করে, স্বীর তাই
‘মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না’-১
তোমার রহম ছাড়া কিছু্,, নাই …
‘রহমান, তুমি রহমান
রহমান, তুমি রহমান’-১
হো….হো….হো….হো….
ক্ষমা কর তুমি আমারে
রহম ঢেলে দাও দু হাতে
জীবনের এই পথটাই
হে আমার প্রভু,
করি তোমার বন্দনা তাই,
আমার আকাশে আলো নিভে জ্বলে
সুখ তারা কিছুই নাই,
অনুতাপের রিদয়ে হাত দুটি বাড়িয়ে
ক্ষমা কর মরে তাই।
‘মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না’-১
তোমার রহম ছাড়া কিছু্,, নাই …
‘রহমান, তুমি রহমান
রহমান, তুমি রহমান’-১