Holy Tune presents Islamic Song : ছেলের কণ্ঠে বাবার গজল । Tumi Kemon Musolman । তুমি কেমন মুসলমান । Muhammad Bin Sayed
Song : Tumi Kemon Musolman
Singer : Mohammad Bin Sayed
Lyric : Rajib Hasan
Tune: Muhammad Badruzzaman
Record Label : Holy Tune
Sound Design : Mahfuzul Alam
D.O.P : Murshed Siraji
Video Colour & Edit : Tawhid Jamil
লিরিক্স :
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান!
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান।
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরান
নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ।(৩)
তুমি রমজান এলে রাখো না রোজা,
দিনকে কর আঘাত…..
পয়সা করির নেই ক অভাব দাও না ত যাকাত!
তুমি ঈমানদারির বড়াই কর নেই তুমার ঈমান।
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান!
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান।
তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুস ও ছাড়না,
দিন দুখি না খেয়ে মরে খবর রাখো না। ২
তুমি ঘুস খেয়ে অভিচার কর সাজিয়া প্রদান…
তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান-তুমি-কেমন মুসলমান!
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান।
তুমি নবির উম্মত দাবি কর সুন্না মানো না,
নবির অপমানে তুমার হৃদয় কাঁদে না।২
তুমি বিজাতী সংকৃতিতে সপেছ পরান…
তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান!
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান-তুমি কেমন মুসলমান।