Holy Tune presents Islamic Song : নতুন ইসলামী সংগীত । Premmoy Rob । প্রেমময় রব । Abir Hasan
Song : Premmoy Rob
Singer : Abir Hasan
Lyric : Abdullah Tuhin
Tune : Saifullah Noor
Record Label : Holy Tune Studio
Sound Design : Tanjim Reza
Video Director : Faruk Tahir
লিরিক্সঃ-
তুমি হিন আমি প্রভু, বড় অসহায়
সিজদায় নত হয়ে, মন কেঁদে যায়”-২
হাত দুটি তুলে বলি চাওয়া যত সব
“তুমি সেই প্রিয়তম প্রেমওময় রব”-২
“দোনিয়ার মহে পড়ে দূরে সরে যাই
পাপ করি নতুতাপে করুনা যে পাই”-২
কি মায়া ভুকে দাও, সুখ অনুভব
“তুমি সেই প্রিয়তম প্রেমওময় রব”-২
“সুযোগের সন্ধানে রাত গভিড়ে
পাপ তবু ঢেকে রাখ দয়া চাঁদরে”-২
তাওবায় তবু আমি হই না স্বরন
“তুমি সেই প্রিয়তম প্রেমওময় রব”-২
“তুমি হিন আমি প্রভু, বড় অসহায়
সিজদায় নত হয়ে, মন কেঁদে যায়”-২
হাত দুটি তুলে বলি চাওয়া যত সব
“তুমি সেই প্রিয়তম প্রেমওময় রব”-২
আপনার মতামত লিখুন