Tora Dekhe Ja Amina Mayer Kole | Baby Najnin | তোরা দেখে যা আমিনা মায়ের কোলে | Nazrul Geeti
Title :Tora Dekhe Ja
Artist : Baby Najnin
Lyrics & Tune : Kazi Nazrul Islam
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
কূল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
কলেমা শাহাদাতের বানী ঠোঁটে, কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ
আকাশ, গ্রহ, তারা পড়ে লুটে, কে এলো ঐ
পড়ে দরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মানুষে মানুষের অধিকার দিলো যে জন
"এক আল্লাহ ছাড়া প্রভু নাই," কহিলো যে জন
মানুষের লাগি চির-দীন হীন বেশ পড়িলো যে জন
বাদশা ফকিরে এক শামিল করিলো যে জন
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যাথিত মানবের ধ্যানের ছবি
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি-কলরোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
আপনার মতামত লিখুন